আবাহনী-মোহামেডান লড়াই : সমতা নিয়ে শেষ প্রথমার্ধ

ঢাকা ডার্বির প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়েছে। ঢাকা মোহামেডান ম্যাচে প্রথমে লিড নেয়। পরে আবাহনী ম্যাচে সমতা আনে। ম্যাচের দুটি গোলই করেছেন বিদেশি ফুটবলাররা।
ম্যাচের ৩ মিনিটে প্রথম আক্রমণ আবাহনীর। সানডে চিজোবার শট সরাসরি মোহামেডান গোলরক্ষক বরাবর। ম্যাচের ১১ মিনিটে মনে হচ্ছিলো গোল পেয়েই যাবে আবাহনী। কিন্তু সানডে চিজোবার শট পোস্ট ঘেষে যায়। ১৬ মিনিটে জটলা তৈরী হয়েছিল মোহামেডানের বক্সের ভেতর। কিন্তু এখান থেকে কোন ফায়দা তুলে নিতে পারেনি আবাহনী।
২০ মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় মোহামেডান। দলটির ক্যামেরুনের স্ট্রাইকার ইয়াসান আওয়াচিংয়ের শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। গোলবঞ্চিত হয় মোহামেডান।
তিন বারের প্রচেষ্টায় অবশেষে সফল হয়েছেন ইয়াসান আওয়াচিং। ২৯ মিনিটে মোহামেডানকে ১-০ গোলের লিড এনে দেন তিনি। ৩২ মিনিটে মোহামেডানের গোলকিপার সুজন হোসেনের ভুলে সুযোগ তৈরী হয়ে গিয়েছিল আবাহনীর। কিন্তু শেষ পর্যন্ত আর বিপদ হয়নি মোহামেডানের।
তবে ৪১ মিনিটে ম্যাচে সমতা আনে আবাহনী। মোহামেডানের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আবাহনীর হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট।
এজেড/এমএইচ/এটি