বিসিবি দায়িত্ব নেওয়াতে বদলেছে চট্টগ্রামের চিত্র

মালিকানা ছেড়ে দেওয়ায় টুর্নামেন্ট শুরুর আগে বাজেভাবে সম্মানহানিতে পড়েছিল চট্টগ্রাম রয়্যালস। তবে বিসিবি দায়িত্ব নেওয়ার পর সব চিত্রই বদলে গিয়েছে। গতকাল (সোমবার) রংপুর রাইডার্সের কাছে হারলেও খুব একটা খারাপ খেলেনি চট্টগ্রাম। কিছু কিছু সময়ে ভালো জায়গায় থেকেও হারিয়েছে মোমেন্টাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা ব্যাটিং কোচ তুষার ইমরানের কণ্ঠে আফসোস ঝরেছে সেসব নিয়েই।
সংবাদ সম্মেলনে তুষার বলেন, ‘আমার কাছে মনে হয় শুরুতে আমরা ভালো ব্যাট করেছি। বোলিংয়ে শুরুর ৬ ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। ৮-১৫ ওভারে মোমেন্টাম ফিরে পেয়েছিলাম, পরে এক ওভারে রিয়াদ ১৮-২০ রান নিলো, এরপর চলে গেল। ভালোই যাচ্ছে। আগের ৩ ম্যাচ জিতেছি। তারা বেটার সাইড, জিততে পারলে ভালো লাগতো আরকি।’
বাংলাদেশের সাবেক ব্যাটার বলেন, ‘প্রথম খেলাটা (ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস) অল্প রানে অলআউট হয়েছে। পরে চেইজ করেছে। রাতে একটু রান হয় সেক্ষেত্রে উইকেট ভালোই হয়েছে এখনো পর্যন্ত। শেষ পর্যন্ত থাকে কিনা দেখা যাক।’
বিপিএল শুরুর আগেরদিন ঘটে বিরল ও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেয় মালিকপক্ষ। চট্টগ্রামের মালিক কাইয়ুম রশিদ জানান, তারা মালিকানা রাখতে চান না। কারণ হিসেবে চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করা হয়। তারপর দলটির মালিকানা বুঝে নেয় বিসিবি।
শুরুর অব্যবস্থাপনা দূর হয়েছে। মাঠের পারফরম্যান্সও ভালো বলেছেন তুষার, ‘বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে প্লেয়াররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভালো খেলার। সেটা করে দেখাচ্ছে মাঠে। ম্যানেজমেন্ট থেকে সাপোর্ট পাচ্ছি। (হাবিবুল বাশার) সুমন ভাই, নাফীস ইকবাল এরা টপ ম্যানেজমেন্ট বিসিবির মধ্যে। তারাও বুস্ট আপ করেছে আমাদেরকে।’
চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই দেখাতে পারবে চট্টগ্রাম? জবাবে তুষার বললেন, ‘দেখা যাক, কোয়ালিফাই করতে পারলে ভালো। ৬ ম্যাচ জিততে পারলে হয়তো শেষ চারে যেতে পারব। সেখানে জিততে পারলে ফাইনালে যেতে পারব। আপাতত শেষ চার টার্গেট। এখনো অনেক ম্যাচ বাকি। এমন উইকেটে আমরা ভালো খেলছি। আশা করি প্লেয়াররা এরকম ভালো খেলতে পারলে আমরাও ম্যাচ জিততে পারব।’
শেখ মেহেদী হাসানের অধিনায়কত্ব নিয়ে তুষার বলেন, ‘সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ দলে সহ-অধিনায়ক ছিল এক সিরিজে। ঘরোয়াতে না করলেও এখানে ভালোই করছে। প্লেয়ারদের সবার সাথে সম্পর্ক ভালো। ড্রেসিংরুমের বাইরেও ভালো হ্যান্ডেল করছে। যে কাজটা করা বেশি প্রয়োজন মাঠের মধ্যে, সে এটা ভালোভাবে করে যাচ্ছে।’
এসএইচ/এফএইচএম