৩৩ দিনেই ন্যান্সির সঙ্গে সম্পর্ক শেষ

উইলফ্রাইড ন্যান্সি, সেলটিকের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছিলেন। কলাম্বাস ক্রুর সঙ্গে মেজর লিগ সকার মৌসুম শেষ করার পর গত ৪ ডিসেম্বর স্কটিশ চ্যাম্পিয়নদের সঙ্গে তিনি যোগ দেন। ৪৮ বছর বয়সী কোচের সঙ্গে সম্পর্কটা বেশি দিন টিকল না, ৩৩ দিনেই ছাড়াছাড়ি হলো।
রেঞ্জার্সের বিপক্ষে ৩-১ গোলে শনিবার হেরে যায় সেলটিক। আট ম্যাচে এটি ছিল তাদের ষষ্ঠ হার। তাতে ক্লাব ইতিহাসে সবচেয়ে কম সময়ে ছাঁটাই হওয়া কোচের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন ন্যান্সি।
অন্তর্বর্তীকালীন কোচ মার্টিন ও’নেইলের সঙ্গে আট ম্যাচে সাত জয় পেয়েছিল সেলটিক। ন্যান্সির অধীনে সেই ধারাবাহিকতায় নামে ধস। প্রথম সেলটিক কোচ হিসেবে এই ফরাসি তার শুরুর দুটি ম্যাচ তো হেরেছেনই, হার দেখেছেন প্রিমিয়ার স্পোর্টস কাপ ফাইনালের দুই ম্যাচেও। ১৯৭৮ সালের পর প্রথমবার সেলটিক টানা চার ম্যাচ হারে।
তারপর সেলটিক অ্যাবারডিন ও লিভিংস্টোনের বিপক্ষে টানা দুটি লিগ ম্যাচ জিতলেও আবার বিপর্যয়ের শুরু। কোচ ছাড়াও ফুটবল অপারেশন্সের প্রধানের পদ থেকে পল টিসডেলকে সরিয়ে দিয়েছে তারা। ২০২৪ সালের অক্টোবর থেকে এই দায়িত্বে ছিলেন তিনি।
এফএইচএম/