বিপিএলে পয়েন্ট টেবিলে কার কোথায় অবস্থান

প্রায় মাঝপথে বিপিএল। ৩৪ ম্যাচের টুর্নামেন্টে খেলা শেষ হয়েছে ১৪টি। সিলেট পর্বে একদিনের বিরতির পর আগামীকাল (বুধবার) শুরু হবে লড়াই। ইতোমধ্যে সবচেয়ে বেশি ৬ ম্যাচ খেলে ফেলেছে সিলেট। পাঁচটি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস চারটি করে ম্যাচ খেলেছে।
এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে দাপট রংপুরের। পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাদের ফারাক ২ পয়েন্টের। চট্টগ্রামকে হারিয়ে শুরু করেছিল তারা বিপিএল। তারপর রাজশাহীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুপার ওভারে হেরে যায় দলটি। এরপর সিলেট, ঢাকা ও ফের চট্টগ্রামের বিপক্ষে জিতেছে রংপুর।
সমান ৬ পয়েন্ট পরের তিন দলের। তবে রান রেটে এগিয়ে থেকে দুই নম্বরে চট্টগ্রাম। তাদের দুটি হারই রংপুরের কাছে। তাদের মতোই তিনটি করে জয় পেয়েছে সিলেট ও রাজশাহী। টানা দুই হারের পর সিলেট নোয়াখালীকে গুঁড়িয়ে দিয়ে নেট রান রেটে রাজশাহীকে পেছনে ফেলে তিনে উঠে গেছে। ঢাকার কাছে একমাত্র হার নিয়ে রাজশাহী চতুর্থ স্থানে।
বড় প্রত্যাশা নিয়ে বিপিএল শুরু করে ঢাকা। রাজশাহীকে হারিয়ে শুভ সূচনা হয় তাদের। তারপর টানা তিন ম্যাচে হার। তাতে কেবল ২ পয়েন্ট নিয়ে ছয় দলের টেবিলে পঞ্চম স্থানে শাকিব খানের দল। আর নবাগত নোয়াখালী আছে তলানিতে। চার ম্যাচের সবগুলো হেরে তাদের রান রেটও নেমে গেছে ঋণাত্মকে (-২.১৩১)।
এখন পর্যন্ত চার ইনিংস খেলে রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ২০৩ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১ উইকেট নিয়ে রংপুরের ফাহিম আশরাফ শীর্ষ বোলার।
| দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
| রংপুর রাইডার্স | ৫ | ৪ | ১ | ৮ | ০.৭০২ |
| চট্টগ্রাম রয়্যালস | ৫ | ৩ | ২ | ৬ | ১.১১৬ |
| সিলেট টাইটান্স | ৬ | ৩ | ৩ | ৬ | ০.৪০২ |
| রাজশাহী ওয়ারিয়র্স | ৪ | ৩ | ১ | ৬ | ০.১৪৫ |
| ঢাকা ক্যাপিটালস | ৪ | ১ | ৩ | ২ | -০.৭৫৪ |
| নোয়াখালী এক্সপ্রেস | ৪ | ০ | ৪ | ০ | -২.১৩১ |
এফএইচএম/