৩ দিনের বিরতিতে যে বার্তা দিলেন মুস্তাফিজ

সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটে দুর্দান্ত সময় পার করলেও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার চুক্তি বাতিলের পর সেটা দুই দেশের ক্রিকেট বোর্ড ছাপিয়ে সরকার পর্যন্ত গড়িয়েছে। তবে মাঠের বাইরের এসব ঘটনা খুব একটা আমলে নিচ্ছেন না ফিজ।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মুস্তাফিজ। দলটির পরবর্তী ম্যাচ ৯ জানুয়ারি। তার আগে বেশ কয়েক দিনের বিরতি পেয়েছেন দলটির ক্রিকেটাররা। এই সময়টায় ফুরফুরে মেজাজে আছেন মুস্তাফিজও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে সেটার ক্যাপশনে মুস্তাফিজ লিখেছেন, 'নজর মাঠে, মন জয়ের দিকে।'
গত কয়েক দিনে মাঠের বাইরে মুস্তাফিজকে ঘিরে অনেক কিছুই ঘটে গেছে। আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।
নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সবধরনের সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এইচজেএস