ওয়ার্ম আপ সেশন : ইকুয়েডরের ব্রাজিল চ্যালেঞ্জ

নিজেদের প্রথম তিন ম্যাচেই দাপট দেখিয়েছে ব্রাজিল। নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল এবং ‘বি’ গ্রুপের শ্রেষ্ঠত্ব। ব্রাজিলের জন্য তাই লড়াইটা খুব বেশি বড় কিছু নয়। এই ম্যাচের ফলাফলেও তেমন কিছু আসবে-যাবে না তিতে শিষ্যদের।
কিন্তু ইকুয়েডরের জন্য ম্যাচটা অগ্নিপরীক্ষা। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। নয়তো কোয়ার্টারের জন্য তাকিয়ে থাকতে হবে ভেনেজুয়েলা-পেরুর ম্যাচের দিকে। এই ম্যাচে ভেনেজুয়েলার হারের প্রত্যাশাই থাকবে ইকুয়েডরের। সমান ২ পয়েন্ট নিয়ে ইকুয়েডর ও ভেনেজুয়েলা ‘বি’ গ্রুপের চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
পরিসংখ্যান কী বলে
এখনো পর্যন্ত মোট ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ইকুয়েডর। যেখানে ২৭ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, ইকুয়েডরের জয় মাত্র দুইটিতে, বাকি ৪ ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ চলতি মাসের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ২-০ গোলের জয় পেয়েছে তিতের দল।
একাদশ কেমন হবে
ইকুয়েডরের সম্ভাব্য একাদশ:
গালিন্ডেজ;
অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, অ্যারেগা, হিনকাপি, আরবলেদা, এস্তুপিনান;
মেনা, মেন্ডিজ, কেসেদো, আইর্টন প্রিকিয়াডো;
ক্যাম্পানা
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন;
ড্যানিলো, মারকুইনহোস, মিলিটাও, স্যান্ড্রো;
এভারটন, ক্যাসেমিরো, ফাবিনহো, রিচার্লিসন;
নেইমার, ফিরমিনো
এমএইচ