বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে, এমন সংবাদ মিথ্যা : বুলবুল

ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো গতকাল জানিয়েছিল, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তারা বিসিবিকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে।
বিসিবি অবশ্য দাবি করেছে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এমন কোনো বার্তা তাদের দেওয়া হয়নি। আজ বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিস্তারিত জানিয়েছেন।
তিনি বলেন, 'আমরা তো ভেলিড রিজন নিয়ে কথা বলছি। একটা খেলোয়াড়কে যখন নিরাপত্তা দিতে অসুবিধা, এ কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটা দল, বাংলাদেশের একটা জনগোষ্ঠী তো বিরাট ব্যাপার। একটা প্রোপাগান্ডা চলছে, 'আইসিসি জানিয়েছে শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়'। আমি এটাকে প্রোপাগান্ডাই বলব, মিথ্যা নিউজ। আইসিসির সাথে যোগাযোগ হয়েছে একটা। তারা জানতে চেয়েছে কী কী ইস্যু, আমরা জানিয়েছি। আমরা এখন লিখে পাঠাব কী কী ইস্যু।'
শুধু ক্রিকেটাররাই নন, সাংবাদিক থেকে দর্শক সবার নিরাপত্তাই প্রাধান্য পাচ্ছে বোর্ডের কাছে, 'আপনারা শুনেছেন, আইসিসিকে বলেছিলাম আমাদের নিরাপত্তা কতটা জরুরী। আমাদের সুযোগ আছে খেলোয়াড়দের দেখার। কিন্তু এর বাইরে বড় জনগোষ্ঠী আছে। সাংবাদিক, স্পন্সর, ক্রীড়াপ্রেমী দর্শক। সব নিরাপত্তা তো বোর্ডের সম্ভব না, এজন্য সরকারের নির্দেশনা দিচ্ছি। যেকোনো বিদেশ সফরে যেতে আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে। সেই অর্ডার জানতে এসেছিলাম। সেফটি ও সিকিউরিটি উন্নতি না হলে আমরা এই বিশ্বকাপে আমাদের অধিকারের জন্য লড়াই করে যাব।'
বুলবুলের বিশ্বাস, জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি বিসিবির অবস্থান ও দাবি বুঝতে সমর্থ হবে, 'আমরা যৌক্তিক বিষয় নিয়ে কথা বলছি। এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনও এ ধরনের কথা বলেছি। আমাদের কাছে মনে হয়েছে তাই স্ট্রংলি এটা উত্থাপন করেছি। আইসিসিকে বোঝাবো। আমাদের মন্ত্রী মহোদয় যেমনটা বলে গেলেন। আগেও সিকিউরিটি ইস্যুতে এ ধরনের ইভেন্ট হয়েছে। হাইব্রিড বিশ্বকাপের মূল কারণই নিরাপত্তা। আশা করি আমাদের কারণগুলো স্টাবলিশ করতে পারব।'
এসএইচ/এইচজেএস