সিলেটের ব্যাটিং অর্ডারে ফের রদবদল, কারণ জানেন না আফিফ

এবারের বিপিএলে ব্যাটিং অর্ডারে ব্যাপক রদবদল করে চলেছে সিলেট টাইটান্স। এমনকি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশনও নিশ্চিত নয়। শুরু থেকে মিরাজ ওয়ান ডাউনে খেললেও, গতকালের (বুধবার) ম্যাচে তাকে শেষদিকে নামতে দেখা গেছে। টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে উল্লেখ করলেও সঠিক কারণ জানেন না আফিফ হোসেন ধ্রুব।
এ ব্যাপারে আফিফ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জবাবে জানান, ‘এটা (ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয় কেন) মিরাজ ভাই আন্সার দিলে ভালো হবে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে কথা বলেই শাফলিং (রদবদল) হচ্ছে। (এসব সিদ্ধান্ত) টিম ম্যানেজমেন্ট থেকেই আসে, কোচিং স্টাফসহ সবার সিদ্ধান্ত। অবশ্য এখনও সেটেলড হয়নি আমার মনে হয়। আজকে ভালো একটা স্কোর এসেছে। সামনের ম্যাচগুলোতে আশা করি স্টেবল রাখার চেষ্টা করব।’
এ ছাড়া শিশিরের প্রভাবে ব্যাট করা সুবিধা বলেও জানান আফিফ, ‘শিশির থাকলে বোলারদের জন্য কঠিন হয় সবসময়। প্রথম ইনিংসেও শিশির ছিল। আমাদের বোলারদের জন্য কঠিন হয়েছে। প্রতিপক্ষ বোলারদের জন্য তো আরও কঠিন হয়েছে, পরে আরও শিশিরের পরিমাণ বেড়েছে।’
শুরুটা ভালো হলেও ইনিংস লম্বা করতে না পারায় আফসোস প্রকাশ করেন বাঁ-হাতি এই ব্যাটার, ‘শুরুটা মোটামুটি হয়েছে। উইকেটও পড়ে গিয়েছিল। সেখান থেকে কাভার-আপ করার চেষ্টা করা এবং খেলায় ছিলাম যতক্ষণ ব্যাট করছিলাম। আমি আউট হওয়ার পরে মনে হয় মোমেন্টাম আরেক দিকে চলে গিয়েছে। পজিটিভ ম্যাচআপ ছিল (তানভীর ইসলামের সঙ্গে) অবশ্যই আমার জন্য সহজ হত। আমি শেষ করতে পারিনি, এটার দায় আমারই।’
আফিফ আরও বলেন, ‘এর আগে ৫-৬ নম্বরে ব্যাট করেছি। সেখানে আমার মনে হয় না ৭০-৮০ রান করে করা সম্ভব। আমি চেষ্টা করেছি ব্যাট করার যত সময় পাই। (টপ অর্ডারে খেললে) আমার জন্য সহজ হয়। পাওয়ারপ্লে পেলে খেলা গোছাতে একটু সহজ হয়।’
এসএইচ/এএইচএস