মুস্তাফিজের আইপিএল খেলতে না পারা নিয়ে যা বললেন মিকি আর্থার

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর গেলবারের মতো এই দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন মিকি আর্থার।
নিজ দলের শিষ্য মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ এই দক্ষিণ আফ্রিকান কোচ। মুস্তাফিজের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, তা আবারও মনে করিয়ে দেন তিনি। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিকি আর্থার বলেন, ‘‘দেখুন, মুস্তাফিজ পুরোপুরি পেশাদার একজন ক্রিকেটার। আমাদের জন্য সে অনেক বিশেষ একজন। দারুণ পারফর্ম করছে। তার কোয়ালিটি আমরা জানি।’’
মুস্তাফিজকে শুধু ভালো বোলার হিসেবে দেখলে ভুল হবে জানালেন আর্থার, ‘‘সে বিশ্বের সেরা যদি না-ও হয়, অন্তত ততটা ভালো যতটা ভালো হওয়া সম্ভব। সে গুড টিম ম্যান, খুবই বিনয়ী।’’
পরে আইপিএলে মুস্তাফিজের না থাকা নিয়ে আর্থার বলেন, ‘‘নিজের সেরা দিয়ে সে তার কাজ করে যাচ্ছে। তবে যা হয়ে গেল, সেটা তার জন্য হতাশাজনক। কলকাতার হয়ে খেলতে সে প্রস্তুত ছিল। বিষয়টা সত্যিই হতাশাজনক।’’
আইপিএলে খেলতে প্রস্তুত থাকা মানে শুধু মানসিক প্রস্তুতি নয়। শারীরিক ফিটনেস ও পারফরম্যান্স সবকিছু মিলিয়েই নিজেকে তৈরি করেছিলেন মুস্তাফিজ। আর্থার বলেন, ‘‘হ্যাঁ, মুস্তাফিজের সঙ্গে আলাদাভাবে কথা হয়েছে। এটা তো জানেন যে, আমাদের ভাষাগত পার্থক্য আছে। তবে সে কী বলে আমি বুঝতে পেরেছি, আমি কী বলেছি, সেটাও সে বুঝতে পেরেছে।’’
এসএইচ/এমএমএম