পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি দল শিয়ালকোট

পাকিস্তান সুপার লিগের ইতিহাসে রচিত হলো নতুন অধ্যায়। রেকর্ড গড়া দামে বিক্রি হয়ে পিএসএলের সবচেয়ে দামি দল হিসেবে আত্মপ্রকাশ করল শিয়ালকোট। নিলামে অস্ট্রেলিয়াভিত্তিক রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজ ডেভেলপার্স ১৮৫ কোটি পাকিস্তানি রুপির প্রস্তাবে দলটি কিনে নেয়, যা পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইতিহাসে সর্বোচ্চ।
ইসলামাবাদে অনুষ্ঠিত হয় নিলাম। এই নিলামে বিক্রি হয় দুটি ফ্র্যাঞ্চাইজি। প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয় এই দল দুটি। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাভিয়েশন ও হেলথকেয়ার কনগ্লোমারেট এফকেএস কিনেছে হায়দরাবাদ দলটি। তাদের বিড ছিল ১৭৫ কোটি পাকিস্তানি রুপি। যা প্রায় ৬.২ মিলিয়ন ডলার। অন্যদিকে অস্ট্রেলিয়াভিত্তিক রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজ ডেভেলপার্স শিয়ালকোটের জন্য হাঁকিয়েছে ১৮৫ কোটি রুপি। যা প্রায় ৬.৫৫ মিলিয়ন ডলার।
প্রথম দলের নিলামের ভিত্তিমূল্য ছিল ১১০ কোটি রুপি। কিন্তু এফকেএস ও ফিনটেক প্রতিষ্ঠানের মধ্যে দরযুদ্ধে দাম দ্রুত বাড়ে। শেষ পর্যন্ত ১৭৫ কোটির প্রস্তাবে হায়দরাবাদ নিশ্চিত করে এফকেএস।
নিলামের সাফল্যে উৎসাহিত হয়ে দ্বিতীয় দলের ভিত্তিমূল্য ধরা হয় ১৭০ কোটি রুপি। শেষ পর্যন্ত ১৮৫ কোটির প্রস্তাবে শিয়ালকোট নিশ্চিত করে ওজ গ্রুপ। ফলে শিয়ালকোট হয়ে ওঠে পিএসএলের সবচেয়ে দামী দল।
এফকেএসের সিইও ফাওয়াদ সরওয়ার বলেন, “পিএসএল দলের মালিক হওয়া আমার শৈশবের স্বপ্ন। আমরা সবাই রাস্তায় ক্রিকেট খেলেই বড় হয়েছি। আজ এখানে পৌঁছাতে পেরে গর্বিত।’’
এদিকে ওজ গ্রুপের সিইও হামজা মজিদ বলেন, “প্রবাসী পাকিস্তানি হিসেবে দেশের জন্য কিছু করতে পারা আমাদের স্বপ্ন। ক্রিকেট আমাদের রক্তে। শিয়ালকোটের ক্রীড়া শিল্প এই দলের মাধ্যমে আরও এগিয়ে যাবে।’’
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নতুন দুই মালিককে অভিনন্দন জানিয়ে বলেন, তারা শুধু ফ্র্যাঞ্চাইজির নয়, পাকিস্তান ক্রিকেটেরও অভিভাবক।
আগামী মৌসুমে পিসিবি নিজেই মুলতান সুলতানস পরিচালনা করবে। পরে সেটিও বিক্রির জন্য তোলা হবে। পিএসএলের ১১তম আসর চলবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত।
এমএমএম