‘ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন’—ফের তামিমকে নিয়ে পোস্ট বিসিবি পরিচালকের

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তার এমন বক্তব্যের প্রতিবাদে নিন্দার ঝড় বইছে ক্রিকেটাঙ্গনে। জাতীয় দলের ক্রিকেটাররা পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। এর মধ্যেই আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন সেই পরিচালক।
এম নাজমুল ইসলাম নামের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটা আমার ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।’
আইপিএলের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে আসন্ন ভারত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কায় টাইগাররা ভারতে যাবে না জানিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে বিবেচনা করতে বলেছে বিসিবি। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজের মতামত জানিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

গতকাল (বৃহস্পতিবার) সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উম্মোচন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন তামিম ইকবাল। দীর্ঘ বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন, ‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।’
এরপরই নিজের ফেসবুক আইডিতে তামিমকে নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনার সৃষ্টি করেন নাজমুল ইসলাম। যদিও ফেসবুক থেকে তিনি স্ট্যাটাসটা মুছে দিয়েছেন। ওই স্ট্যাটাসে লিখেছিলেন, ‘এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’
এফআই