তামিমকে নিয়ে ধারাবাহিক পোস্ট, মিঠুন বললেন, ‘ভিন্ন খাতে নেওয়া হচ্ছে’

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তার এমন বক্তব্যের প্রতিবাদে নিন্দার ঝড় বইছে ক্রিকেটাঙ্গনে। জাতীয় দলের ক্রিকেটাররা পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন।
আজ (শুক্রবার) ক্রিকেটারদের সংগঠন কোয়াব থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে। তবে ক্রিকেটারদের এমন ধারাবাহিক স্ট্যাটাস দেওয়া নিয়েও সমালোচনা হচ্ছে।
এরই মধ্যে সংবাদ সম্মেলনে এসে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলছেন, এখন সংগঠন হিসেবে ক্রিকেটারদের স্বার্থ দেখতে গেলেও সেটা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে। সিলেটে ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারীরা উপস্থিত ছিলেন।
ক্রিকেটারদের পোস্ট নিয়ে মিঠুন বলেন, ‘আমরা ক্রিকেটারদের সংগঠন (কোয়াব), আমরা দেখব ক্রিকেটারদের স্বার্থ। ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।’
পরে একই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা চাই সুষ্ঠু সমাধান, ক্রিকেটকে আলাদা রাখা আমাদের চাওয়া। বিসিবি আমাদের গার্ডিয়ান, আশা করি তারা সঠিক পদক্ষেপ নিবে।’
এসএইচ/এফআই