মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে দেড়শ’র আগেই থামল নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান দ্বাদশ আসরে দ্বিতীয় হ্যাটট্রিক হয়ে গেল আজ (শুক্রবার)। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ২০তম ওভারে এই কীর্তি গড়েছেন রংপুর রাইডার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ফলে পুরো ২০ ওভারও খেলতে পারেনি নোয়াখালী। ১ বল বাকি থাকতেই তারা ১৪৮ রানে অলআউট হয়েছে। বিপিএলের অভিষেক আসর খেলতে নেমে ছয় ম্যাচে এখনও জয়ের স্বাদ পায়নি নোয়াখালী।
এর আগে বিপিএলের এই আসরের চতুর্থ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেহেদি হাসান রানা। নোয়াখালী এক্সপ্রেসের তরুণ এই পেসার সিলেট টাইটান্সের বিপক্ষে নবম ক্রিকেটার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন। সেই দলে যোগ দিলেন মৃত্যুঞ্জয়। এর আগে তিনি ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম ক্রিকেটার হিসেবে একাধিক হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন মৃত্যুঞ্জয়।

যদিও এই ম্যাচে এর আগে কোনো উইকেট পাননি রংপুরের বাঁ-হাতি এই পেসার। হ্যাটট্রিক করার আগে ২.২ ওভারে ৪৩ রান খরচায় মৃত্যুঞ্জয় উইকেটশূন্য ছিলেন। তার আচমকা ম্যাজিকে নোয়াখালীর পুঁজি দেড়শ পেরোয়নি। তাদের হয়ে জাকের আলি সর্বোচ্চ ৩৮ রান করেছেন, যদিও ওই ইনিংস খেলেন ৩৭ বলে ৩ চার ও এক ছক্কায়। এ ছাড়া সৌম্য সরকার ২৭ বলে ৩১, হাবিবুর রহমান সোহান ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ রান করেন।

রংপুরের হয়ে মৃত্যুঞ্জয় ছাড়াও সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে তিনি মাত্র ১৮ রান দিয়েছেন। এ ছাড়া খুশদিল শাহ ২, নাহিদ রানা ও সুফিয়ান মুকিম একটি করে শিকার করেছেন।
এএইচএস