মানিকগঞ্জে স্থানীয় ফুটবল টুর্নামেন্টে জামাল

মানিকগঞ্জের সিংগাইরের একটি স্থানীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জামাল বলেন, ফুটবলের প্রসারে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের সিংগাইরের খানবানিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এসময় তিনি জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে বলেন, 'আমাদের দল গত বছরে ভালো খেলেছে, সামনেও ভালো খেলবে।'
কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি ও ব্রাদার্স ক্লাব, মানিকগঞ্জ এর মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে মানিকগঞ্জ ব্রাদার্স ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি।
উদ্বোধনী খেলায় আয়োজক কমিটির প্রধান নুর এ জামান পিয়াস, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্বাহ খান মিন্টু, আয়োজক কমিটির উপদেষ্টা মুরাদ হোসেন খান, সদস্য নাফিসা খান আনজুমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
খেলার আয়োজক কমিটির প্রধান নুর এ জামান পিয়াস জানান, মাদক থেকে তরুণদের বিরত রাখতে এ আয়োজন।
এইচজেএস