৫ গোলে শুরু হলো চেলসির রোজেনিয়র অধ্যায়

লিয়াম রোজেনিয়র প্রথমবার চেলসির ডাগআউটে দাঁড়ালেন। গ্যালারি থেকে ব্লুজ সমর্থকদের মনের মধ্যে কী চলছে, সেটাও বুঝে গেলেন। সাউথ লন্ডনে সাবেক মালিক রোমান আব্রামোভিচের নামে গান গাইছিলেন সমর্থকরা, কিন্তু সহমালিক ও রোজেনিয়রের নতুন প্রধান বেহদাদ এঘবালিকে নিয়ে প্রশংসাসূচক তেমন কিছু শোনা যায়নি। নতুন কোচ হয়তো বুঝে গেছেন, আগে কাকে বা কাদেরকে খুশি করতে হবে।
শুরুটা মন্দ হয়নি রোজেনিয়রের। এফএ কাপের তৃতীয় রাউন্ডে ভ্যালিতে চার্লটন অ্যাথলেটিককে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। যদিও মাইলস লিউবার্নের স্ট্রাইকে স্বাগতিক চার্লটন ২-১ এ ব্যবধান কমিয়ে শেষ পর্যন্ত ম্যাচে উত্তেজনা ধরে রাখে।
রোজেনিয়র তার প্রথম ম্যাচে চেলসির দ্বিতীয় সারির দল নামান। সাবেক কোচ এনজো মারেসকার শেষ কয়েক মাসে সামনে খুব কম আসা তিন খেলোয়াড় জোরেল হাতো, তসিন আদারাবিয়ো ও মার্ক গুইয়ি গোল করলেন। তারপর ইনজুরি টাইমে পেদ্রো নেতো ও এনজো ফের্নান্দেজ পেনাল্টি থেকে গোল করেন।
তাতে প্রায় ১০ বছর পর চেলসির কোনো নতুন কোচ তার প্রথম ম্যাচে জয় পেয়েছে। সবশেষ ২০১৬ সালে আন্তোনিও কন্তে তার প্রথম চেলসি ম্যাচে জয় পান। রোজেনিয়র ম্যাচ শেষে বলেছেন, ‘অনেক ইতিবাচক দিক এবং একটি ভালো শুরু। দলের মানসিকতা নিয়ে আমি খুব খুশি, এমনকি প্রথমার্ধেরও। এখানে (দ্য ভ্যালি) আসার জন্য সহজ জায়গা না। আমরা খেলা নিয়ন্ত্রণ করেছিলাম এবং আমাদের প্রেসিং ছিল খুবই দুর্দান্ত।’
আগামী বুধবার কারাবাও কাপ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে রোজেনিয়রের দল। তার প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ স্ট্যামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের সঙ্গে।
এফএইচএম/