হৃদয়ের সেঞ্চুরি করতে না পারা নিয়ে যা বললেন শান্ত

বিপিএলে এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তাওহীদ হৃদয়। আজ রোববার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন হৃদয়। দুর্দান্ত খেললেও মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। তবে প্রশংসা পেয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর থেকেও।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, '(হৃদয়) দারুণ ব্যাটিং করেছে। হৃদয় একশটা ডিজার্ভ করে। ও যেভাবে ব্যাটিং করেছে। উইকেট শুরুর দিকে একটু কঠিন ছিল। তবে ও যেভাবে ইনিংস শেষ করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে। ব্যাটার হিসেবে সবাই একশ করতে চায়। তবে ও ইমপ্যাক্টফুল ইনিংস খেলেছে, এটা বেশি দেখার মতো ছিল। শেষ ৬-৭ ওভার ওরা ভালো মোমেন্টামে ব্যাট করেছে। হৃদয় একশ করলে ভালো লাগত। তবে প্রতিপক্ষ হিসেবে তো চাইবই না হোক।'
হৃদয় সেঞ্চুরি পেলে ভালো লাগত শান্তর, 'এই ফরম্যাটে বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটার তানজিদ তামিম। এই চারটা ইনিংস নিয়ে ও চিন্তা করার কথা না। ও চিন্তা করছে কীভাবে ভূমিকা রাখবে। টি-টোয়েন্টিতে ৪-৫ ইনিংস ফেইল করতেই পারে। উইকেটও অনেক ইউজড, তাই কঠিন, এত সোজা না রান করা। ও অভিজ্ঞ, জানে কীভাবে কামব্যাক করতে পারে। খুব তাড়াতাড়ি দেখবেন ২-৩টা ম্যাচ আমাদের জিতিয়ে দিবে।'
তানজিদ তামিমের মতো টপ অর্ডার ব্যাটার রান পাচ্ছেন না। এ প্রসঙ্গে শান্ত বলে, '(ক্যাপ্টেন হলে নিজেকে বিবেচনা) প্রথমত আমি ক্যাপ্টেন না, চিন্তা করব কেন? সুযোগ নেই। শুধু ৮-১০ ইনিংস, যারা রান করছে না, এটা হতে পারে। টি-টোয়েন্টিতে ব্যর্থতা নিয়ে খুব বেশি চিন্তা করা মনে হয় না যৌক্তিক। একটা ভালো ইনিংস আবার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। যারা রান করছে না তাদের ওপর ঐ বিশ্বাস টিম ম্যানেজমেন্ট রেখেছে, আমার মনে হয় না এটা নিয়ে চিন্তার কারণ আছে। টি-টোয়েন্টিতে ব্যর্থতা আসবেই। বিশ্বকাপের আগে রান কেন করছে না, আমার মনে হয় না এত বেশি চিন্তা করার চেয়ে পজিটিভ চিন্তা করা ভালো।'
এসএইচ/এইচজেএস