বিশ্বকাপ চলাকালে বিলাসবহুল রিসোর্টে থাকবেন রোনালদো, খরচ কত?

বয়সটা খেলার পক্ষে না। এরপরও পুরোদমে খেলে বেড়াচ্ছেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আসন্ন ফিফা বিশ্বকাপেও দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সিআর সেভেন খ্যাত এই তারকা ফুটবলার। বিশ্বকাপ চলাকালে টিম হোটেলে নয়, বরং বিলাসবহুল একটি রিসোর্টে থাকবেন তিনি।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা সম্প্রতি একটি প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
মেক্সিকোর রিলিয়েরা মায়ার এই রিসোর্ট প্লায় দেল কারমেন থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রয়েছে পাঁচটি সুইমিংপুল। বিশ্বমানের গলফ মাঠ, প্রশান্ত সৈকতে সহজে পৌঁছানোর সুযোগ এবং মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন বিলাসবহুল সুবিধার রয়েছে।
হোটেলের ৪০১টি রুমে রয়েছে মার্বেলখচিত বাথরুম, গভীর স্নান টাব ও হাই-স্পিড ওয়াই-ফাইসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। রিসোর্টের সবচেয়ে সাধারণ রুমের প্রতি রাতের ভাড়া ২৮২–৩২০ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ৪০ হাজারের মতো। আর সবচেয়ে দামি রুমের জন্য বহন করতে হবে প্রায় তিন হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ২৭ হাজার।
পর্তুগাল দলের গ্রুপ স্টেজের ম্যাচগুলো হবে হিউস্টন ও মিয়ামিতে। যা রিসোর্ট থেকে বেশি দূরে নয়। রিভিয়েরা মায়ায় থাকা তাদের উড়োজাহাজে মাত্র অল্প সময়ের দূরত্বে থাকার সুবিধা দেয়। ফলে রিসোর্টের উড়োজাহাজে করেই খেলতে যেতে পারবেন রোনালদো।
এমএমএম/