বিপিএলে এসে তাসকিন-শরিফুলদের থেকে শিখছেন সালমান

হোম ভেন্যুতে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলছে সিলেট টাইটান্স। আর শেষ ম্যাচেই সিলেটের পেসার সালমান ইরশাদ প্রশংসা করেন বাংলাদেশি পেসারদের। আজ ম্যাচ জয়ের পর রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন সালমান।
তিনি বলছিলেন, 'সে খুব ভালো বোলার, জাতীয় দলেও খেলছে। ভালো বোলার, আগ্রাসন আছে। ২-৩ বার কথাও হয়েছে আমাদের। বাংলাদেশের তাসকিন ভাইয়ের সাথে খেলেছি ঢাকা ডমিনেটর্সে। বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেক পেসারের খেলাই ভালো লাগে। আমার মনে হয় তানজিম সাকিব ও তাসকিন ভাই সবচেয়ে এগ্রেসিভ। বাঁহাতি পেসার শরিফুল ভাইও। আপনাদের সব পেসারই ভালো, আলহামদুলিল্লাহ।'
বাংলাদেশে টানা খেললেও কোনো অসুবিধা হয় না সালমানের, 'না, টানা ম্যাচের জন্য কোনো সমস্যা হয় না। এখানে দর্শক প্রচুর। আগে সিলেটে খেলা হয়নি। দর্শকরা এবার আমাদের সাথে ছিল। বাংলাদেশে আমি আগেই খেলেছি। এখানকার ভেরিয়েশন সম্পর্কে ধারণা আছে। মুস্তাফিজ ভাইকে দেখে শিখি, স্লো বল করেন। সেসব প্রয়োগ করেই বল করি।'
'শহিদুল আজ ৩ উইকেট পেয়েছে। আমি স্লো বল ও ইয়র্কার নিয়ে বেশি কাজ করি, এজন্যই আমাকে দলে নিয়েছে আসলে। বাংলাদেশ দলের অনেক তরুণ পেসার আছে যারা সামনে ভালো করবে।'-যোগ করেন তিনি।
সিলেটের হয়ে কিছু ম্যাচ খেলে যাওয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে সালমান বলেন, 'বাংলাদেশে আমি গত ৪ বছর ধরে খেলছি, বিপিএলে। বেশ ভালোই লাগে। পাকিস্তানের মতোই কন্ডিশন। আমির ভাইয়ের সাথে ঘরোয়া ক্রিকেট ও সিপিএল খেলেছি। উনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। পুরো বিশ্বে লিগ খেলি আমি, আজ আমার ১০০ উইকেট পূর্ণ হলো। ইয়র্কার আমার শক্তির জায়গা। আমির ভাইর কাছ থেকেও অনেক কিছু শেখা হয়েছে।'
এসএইচ/এইচজেএস