বিপিএলে সোহান করেছেন ৮ ম্যাচে ৩০, সর্বোচ্চ ৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দীর্ঘদিন ধরেই রংপুর রাইডার্সের অধিনায়কত্ব সামলাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। বরাবরের মতো এবারও নেতৃত্বের ভার রয়েছে তার কাঁধেই। খুব বেশি ভালো অবস্থানে না থাকলেও প্লে অফে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তার দল রংপুর রাইডার্সের।
নিজেদের শেষ তিন ম্যাচে না হারলে হয়তো সবার আগেই প্লে-অফ নিশ্চিত হতো রংপুরের। তবে আর যায় হোক, খুব বেশি খারাপ অবস্থানেও নেই একবারের চ্যাম্পিয়নরা। কিন্তু যার নেতৃত্বে বিপিএলে অংশ নিয়েছে রংপুর, সেই উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান কেমন করছেন ব্যাট হাতে?
বিপিএল চলাকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অফ ফর্মের কারণে বাদ পড়েন জাকের আলী অনিক। একারণেই সুযোগ হয়ে যায় সোহানের। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর চাপহীনভাবে দারুণ পারফর্ম করবেন তিনি, এমনটাই আশা করেছিলেন সবাই। কিন্তু ব্যাট হাতে রীতিমতো হতাশ করেছেন এই ডানহাতি ব্যাটার।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে মোট আট ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। সবগুলো ম্যাচই খেলেছেন সোহান। তবে ব্যাট করেছেন মোট ছয়টি ইনিংসে। এই ছয় ইনিংসে রংপুরের অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৩০ রান। বড় ইনিংস তো দূরের কথা, দুই অঙ্কের স্কোরও করতে পারেননি তিনি। বিপিএলে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর মাত্র ৯ রান। যদিও তিন ইনিংসে অপরাজিত ছিলেন সোহান। তার গড় ১০, আর স্ট্রাইক মাত্র ৯০।
সোহানের নেতৃত্বে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে তারা। চারটি জয়ের বিপরীতে রয়েছে চারটি হার। এদিকে ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রাজশাহী কিংস, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস। আর তলানির দিকে রয়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।
এমএমএম/