আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আবারো সংকটে পড়েছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের মাঝপথেই এবার প্রধান কোচ টবি র্যাডফোর্ডকে হারাল দলটি।
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ায় বিপিএল ছেড়েছেন এই ইংলিশ কোচ।
গতকাল সকালেই ঢাকা ছেড়েছেন তিনি। এর আগে টুর্নামেন্টের শুরুতেই মাঠে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন ঢাকার সিনিয়র সহকারী কোচ মাহবুব আলী জাকি। টবির জায়গায় নতুন করে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গোলাম মর্তুজা।
মাঠের পারফরম্যান্সেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে দলটি।
এসএইচ/এফআই