বাংলাদেশে ফিফা বিশ্বকাপের আসল ট্রফি- দেখতে যা করতে হবে, যা করা যাবে না

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত স্মারক আসল ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে এসেছে। ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে এই আয়োজন ফুটবল ভক্তদের ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ করে দিচ্ছে।
এর আগে ২০০২, ২০১৩ এবং ২০২২ সালে ট্রফিটি বাংলাদেশে এসেছিল। চলতি সফরটি ৩ জানুয়ারি সৌদি আরব থেকে শুরু হয়েছে এবং ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাল। ১৫০ দিনের এই যাত্রা শেষ হবে মেক্সিকোতে, যেখানে ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০টি দেশের ৭৫টি ভেন্যুতে এই ট্রফি প্রদর্শন করা হবে। বাংলাদেশ ছেড়ে পরবর্তী সফরে ট্রফি যাবে দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান এবং উজবেকিস্তানে। তারপর আফ্রিকার দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, মরক্কো এবং আলজেরিয়ায় সফর করবে। এরপর ইউরোপের পর্তুগাল, স্পেন ও ফ্রান্স হয়ে চূড়ান্ত গন্তব্য উত্তর আমেরিকায়। সবশেষে ট্রফিটি বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় পৌঁছানোর মাধ্যমে তার যাত্রা শেষ করবে।
ট্রফি কি আসল?
মাঝেমধ্যে প্রশ্ন ওঠে, ট্যুরে কি আসল ট্রফি থাকে? ফিফা নিশ্চিত করেছে যে প্রদর্শিত ট্রফিটি আসল এবং এটি নিখাদ সোনা দিয়ে তৈরি, যার ওজন ৬.১৭৫ কেজি। আর বিজয়ী দল উদযাপনের সময় আসল ট্রফি নিয়ে উদযাপন করলেও তাদেরকে স্থায়ীভাবে দেওয়া হয় সোনার প্রলেপ দেওয়া রেপ্লিকা ট্রফি।
ট্রফি ট্যুরে আছেন কে?
এবারের সফরে ট্রফির সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্টো সিলভা। ২০২২ সালের ট্রফি ট্যুরে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ক্রিস্টিয়ান কারেম্বেউ ছিলেন বাংলাদেশে।
প্রদর্শনী ও দেখার নিয়মাবলী
বাংলাদেশে ট্রফিটি শুধুমাত্র ঢাকার রেডিসন ব্লু হোটেলে প্রদর্শন করা হবে। তবে সবাই এটি দেখার সুযোগ পাবেন না।
কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই কেবল এটি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।
ট্রফি দেখার যত নিয়ম
অবশ্যই টিকিটের একটি বৈধ কপি সাথে রাখতে হবে। ট্রফি স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ। অনুমোদিত আকারের চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করা, ধূমপান করা এবং টিকিট অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে না। ধারালো বা অন্য কোনো নিষিদ্ধ বস্তু বহন করা সম্পূর্ণ নিষেধ। এছাড়া, প্রদর্শনী এলাকার ভেতরে কোনো দেশ বা ফুটবল দলের পতাকা নিয়ে প্রবেশের অনুমতি নেই।
আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটিকে স্বাগত জানানো হয় এবং দুপুর ১টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এটি রেডিসন ব্লু হোটেলে প্রদর্শিত হবে।
এফএইচএম/