বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। এরই অংশ হিসেবে আজ সকালে এটি ঢাকায় এসে পৌঁছেছে। আয়োজকরা এখনো কোনো ছবি সরবারহ করতে পারেনি।
বিমানবন্দরে ট্রফি বরণের পর হোটেল রেডিসনে নেওয়া হবে। রেডিসনে ফুটবল ফেডারেশন ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবি তোলার সুযোগ পাবেন। কোকাকোলা ক্যাম্পেইনে বিজয়ীরাও পাবেন বিশেষ সুযোগ। ফিফার স্পন্সর কোকাকোলা। এই প্রতিষ্ঠানই বিগত কয়েকটি আসরে ট্রফি প্রদর্শন করেছে বিশ্বজুড়ে।
বাংলাদেশে ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের সময় প্রথম ট্রফি আসে। এরপর ২০১৩ সালে ও ২০২২ সালে আরো দুই বার বিশ্বকাপ ট্রফি এসেছিল। আজ নিয়ে বাংলাদেশে মোট চারবার ট্রফি বাংলাদেশে আসল।
এজেড/এফএইচএম