রংপুর ভালো অবস্থানে দাবি করে যা বললেন পাকিস্তানি পেসার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরেও রংপুর রাইডার্সের হয়ে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সিরিজ শেষে বিপিএলে যোগ দিয়েছেন এই ক্রিকেটার। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই থেকে চারে নেমে গেলেও, ফাহিম আশরাফ আত্মবিশ্বাসী যে রংপুর ঘুরে দাঁড়াবে এবং চ্যাম্পিয়ন হবে।
সংবাদ সম্মেলনে আজ (বুধবার) ফাহিম আশরাফ বলেন, 'যখন রেখে গিয়েছিলাম দল ভালো খেলছিল। এখন দলকে প্লে-অফে নেওয়ার চ্যালেঞ্জ। এদিকেই এখন মনোযোগ। রংপুর এমন দল যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। এখনও ভালো অবস্থায়ই আছে। একটা ম্যাচ জিতলেই মোমেন্টাম চলে আসবে, প্লে-অফ খেলব ফাইনালেও যাব।'
ফাহিম আশরাফ দলের জয়ে অবদান রাখতে চান, 'আমার চেষ্টা দলের জন্য অবদান রাখার। সবসময় যাতে পারফর্ম করতে পারি। সেরাটা দিতে পারি। বাকিটা সমর্থকরা বলতে পারবেন আমি রংপুরের জন্য লাকি চার্ম কি না।'
দলের অধিনায়ক নুরুল হাসান সোহানের প্রশংসা করে ফাহিম বলেন, 'সব খেলোয়াড় জেতার জন্য খেলে। সোহান ভালো ফর্মে না থাকলেও ভালো অধিনায়কত্ব করছে। বোলিং বিভাগকে দারুণ দেখভাল করছে।'
এসএইচ/এফআই