জ্যাম-সিগন্যাল পেরিয়ে মাঠে সাবিনা-কৃষ্ণারা

সীমিত লকডাউনের মধ্যে চলছে ঘরোয়া ফুটবল। আজ (সোমবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ নেই। কমলাপুর স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা কিংস ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যকার ম্যাচ। লকডাউনে শুধু রিকশা চলাচলের অনুমতি থাকলেও দুই দলের ম্যাচে অংশ নিতে কোনো কষ্ট হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া এফসি কমলাপুর স্টেডিয়ামের নিকটস্থ একটি হোটেলে ক্যাম্প করে। অন্যদিকে ম্যাচ ভেন্যু কমলাপুর থেকে বসুন্ধরা কিংসের ক্যাম্প অনেক দূরে। টিম বাস ও অফিসিয়ালদের গাড়ি এরমধ্যে কোনো সমস্যায় পড়েনি বলে জানান কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জোবায়ের নিপু, ‘আমরা বেশ স্বাভাবিকভাবেই ম্যাচ ভেন্যুতে এসেছি। রাস্তায় কিছু সিগনাল ও জ্যামেও ছিলাম।’
অন্য ম্যাচের মতো এই ম্যাচেও কিংস সহজভাবেই জিতেছে। ৬-০ গোলের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়েছে। অধিনায়ক সাবিনা খাতুন ৬ মিনিটে প্রথম গোলটি করেন। কৃষ্ণা রাণী সরকার ও স্বপ্না জোড়া গোল করেন আরেকটি গোল করেন সুলতানা। কিংস এখন পর্যন্ত নারী ফুটবল লিগে অপরাজিত রয়েছে।
আজ কমলাপুর স্টেডিয়ামে আরেকটি নারী ফুটবল ম্যাচ রয়েছে বিকেলে ও সন্ধ্যায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দুটো ম্যাচ রয়েছে। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে।
এজেড/এটি