ফাইন্যান্স কমিটি থেকে সরিয়ে দেয়া হলো নাজমুলকে

বিতর্কিত মন্তব্যের জেরে তোপে মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। এখন বিসিবি’র পরিচালকের পদ থেকে সরে না যাওয়ার সবধরনের খেলা বয়কট করা হয়েছে। বর্তমানে শেরাটনে সংবাদ সম্মেলন করছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
এর মাঝেই পাওয়া গেল নতুন খবর। ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এম নাজমুল ইসলামকে। তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি ঢাকা পোস্ট নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষ একজন পরিচালক।
এসএইচ/এমএমএম