স্মিথের বিধ্বংসী ব্যাটিং বনাম বাবরের অসন্তোষ

সিডনি থান্ডারের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার রাতে স্টিভ স্মিথ ও বাবর আজম শতরানের জুটি গড়েন। সিডনি সিক্সার্সের জয়ে বড় অবদান রাখার পথে এই দুই ব্যাটারের মধ্যে ২২ গজেই মনোমালিন্য হয়েছে। পাওয়ার সার্জের প্রথম ওভারে ব্যাটিং করার জন্য বাবরকে সিঙ্গেল নিতে না দিয়ে তার তোপের মুখে পড়েন অস্ট্রেলিয়ান ব্যাটার।
১১তম ওভারে ক্রিস গ্রিনের বিপক্ষে তিনটি ডট বল খেলার পর বাবর শেষ বলে লং অনে একটি শট খেলে রান নিতে চেয়েছিলেন বাবর। কিন্তু স্মিথ তাকে থেমে যেতে বলেন এবং দুটি সার্জ ওভারের প্রথমটিতে স্ট্রাইকে থাকার ইচ্ছা প্রকাশ করেন। ১১ ওভার শেষে বাবর ৩৮ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন এবং স্মিথ ২৮ বলে ৫৮ রানে খেলছিলেন।
ওভার শেষে পিচের মাঝে দুজনের সংক্ষিপ্ত সাক্ষাতের সময় স্মিথের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন বাবর। ১২তম ওভারে টানা চারটি ছয় মেরে নিজের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন স্মিথ। রায়ান হ্যাডলির বিপক্ষে বিবিএল ইতিহাসে রেকর্ড ৩২ রান তোলেন তিনি।
১২তম ওভারের শেষ বলে অনিচ্ছা সত্ত্বেও স্মিথকে দুটি রান নিতে হয়েছিল। তাতে বাবর ১৩তম ওভারের প্রথম বলে নাথান ম্যাকএন্ড্রুর মুখোমুখি হন এবং আউট হয়ে যান। মাঠ ছাড়ার সময় তার আচরণে স্পষ্ট ক্ষোভ ফুটে উঠেছিল। বাউন্ডারি মার্কারে গিয়ে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি।
৪১ বলে স্মিথ সেঞ্চুরি করার পরের ডেলিভারিতে আউট হন। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নারাজ ছিলেন তিনি। কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন বাবরকে সিঙ্গেল না দেওয়ার ট্যাকটিকস নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় বললেন, ‘অধিনায়ক ও কোচ ১০ ওভার শেষেই সার্জ নিতে বলেছিলেন। আমি বলেছিলাম এক ওভার অপেক্ষা করি কারণ আমি ছোট বাউন্ডারিতে মারতে চেয়েছিলাম। আমি লক্ষ্য নিয়েছিলাম ওই ওভারে ৩০ রান তোলার, আমরা ৩২ পেয়েছি। আমার মনে হয় না বাবর ওই সিঙ্গেলটি না নেওয়ায় খুব একটা খুশি ছিল।’
আউট হওয়ার পর বাবরের প্রতিক্রিয়া নিয়ে ফক্স ক্রিকেটের কাছে সমালোচনা করেন মার্ক ওয়াহ, ‘এটা দেখতে ভালো দেখাচ্ছে না। আপনার মনে যাই চলুক না কেন, এভাবে প্রকাশ করা ঠিক নয়।’
এফএইচএম/