নতুন দল চায় নিলাম, পুরোনো দল ড্রাফট, মতবিরোধ মেটাতে পিএসএলে ‘ড্রাকশন’

পাকিস্তান সুপার লিগ তাদের ১১তম আসর সামনে রেখে ড্রাফট ও অকশনের হাইব্রিড পদ্ধতি বা ‘ড্রাকশন’ চালুর কথা ভাবছে। প্রথম দশ আসরে পিএসএলে ড্রাফট হয়েছিল। এবার হায়দরাবাদ ও শিয়ালকোট থেকে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় নিলাম পদ্ধতি চালুর বিষয়টি আলোচনায় আসে।
শুক্রবার অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তবে কয়েকদিনের মধ্যে বিষয়টির সমাধান হবে বলে আশা করা হচ্ছে। পিসিবি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই সম্ভাব্য নতুন খেলোয়াড় নিয়োগ মডেলটিকে ‘ড্রাকশন’ (ড্রাফট+অকশন) হিসেবে অভিহিত করেছে।
এই সভায় আটটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেখানে মুলতান সুলতানসের পক্ষে প্রতিনিধিত্ব করেছে পিসিবি। এই ব্যাপারে আলোচনা করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।
দুটি নতুন দল যুক্ত হওয়ায় খেলোয়াড় ধরে রাখার বিষয়টি জটিল হয়ে পড়েছে। পুরাতন ফ্র্যাঞ্চাইজিরা তাদের সেরা খেলোয়াড়দের ধরে রাখতে চায়, যা ড্রাফট মডেলে সহজ। কিন্তু নতুন দুটি দল হায়দরাবাদ ও শিয়ালকোট চায় বড় তারকাদের নিলামে তুলতে, যাতে তারা টাকা খরচ করে ভালো দল গড়তে পারে। ‘ড্রাকশন’ চালু করলে পুরোনো দলগুলো কিছু খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাবে, আবার নতুন দলগুলোও নিলামের মাধ্যমে বড় তারকা টানার সুযোগ পাবে।
নতুন দলগুলো নিলামের পক্ষে অবস্থান নিলেও অধিকাংশ পুরোনো ফ্র্যাঞ্চাইজি এর বিরোধিতা করছে। এই মতবিরোধ মেটাতেই ‘ড্রাকশন’ বা ড্রাফট ও নিলামের সমন্বিত পদ্ধতির প্রস্তাব এসেছে। প্রথম ধাপে ড্রাফট অনুযায়ী, নির্দিষ্ট কিছু ক্যাটাগরির খেলোয়াড়দের যেমন স্থানীয় উদীয়মান খেলোয়াড় বা নির্দিষ্ট মূল্যের খেলোয়াড়দের লটারির মাধ্যমে দলগুলো বেছে নেয়। এতে প্রতিটি দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। দ্বিতীয় ধাপ নিলাম- বড় তারকা বা ‘আইকন’ খেলোয়াড়দের ক্ষেত্রে নিলাম পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে দলগুলো তাদের বাজেট অনুযায়ী বিড (ডাক) করে খেলোয়াড় কিনে নেয়। এটি একদিকে যেমন বড় তারকাদের জন্য বাজারমূল্য নিশ্চিত করে, অন্যদিকে ছোট দলগুলোকে বাজেটের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
আগের মালিক আলী তারিন সরে দাঁড়ানোর পর পিসিবি শুরুতে নিজেই দলটি চালানোর সিদ্ধান্ত নিলেও, এখন তারা সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের শেষের দিকে প্রযুক্তিগত বিড জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পিএসএল-এর পরবর্তী আসর আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার থেকে শুরু হবে।
এফএইচএম/