ভারতের বিপক্ষে বাংলাদেশ টসে জিতেছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু ধরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এমন উত্তাপের মাঝেই দুই দলের যুব ক্রিকেটাররা মুখোমুখি হচ্ছে বুলাওয়েতে। আজ (শনিবার) বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরু হওয়ার কথা। নিয়ম অনুযায়ী আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। সবশেষ খবর, বাংলাদেশ টসে জিতেছে এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠাল।
দুই দল এনিয়ে বিশ্বকাপে অষ্টমবার মুখোমুখি হচ্ছে। ২০০২ ও ২০২০ সালে বাংলাদেশ জিতেছিল, বাকি পাঁচ ম্যাচে ভারতের জয়। ২০২৪ সালের এশিয়া কাপ ফাইনালে তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই জয়ের সুখস্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে মাঠে নামছে আজিজুল হক তামিমের দল।
বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজানের আশা, ভারতের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ এফোর্ট দেয়... ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। ওই ক্রিকেটাররাই এই বিশ্বকাপের দলে খেলছে। তাই আমি খুবই আশাবাদী কালকের ম্যাচ জেতার জন্য।’
বাংলাদেশ একাদশ: রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী আলিন, রিজান হোসেন, ফরিদ হাসান ফয়সাল (উইকেটকিপার), সামিউন বাছির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, ইকবাল হোসেন ইমন।
ভারত একাদশ: আয়ুশ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), কনিষ্ক চৌহান, হারভানশ পাঙ্গালিয়া, আরএস আম্ব্রিশ, হেনিল প্যাটেল, দীপেশ দেবন্দ্রন, খিলান প্যাটেল।
এফএইচএম/