ক্রিকেট ছাড়তে চাওয়া রাহি নিয়মিত খেলছেন, সুযোগ নেই মুশফিকের

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে এক যুগ পর নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলে নিয়েছিল ছয়টি ফ্র্যাঞ্চাইজি। যেখানে ১৮ লাখ টাকায় পেসার মুশফিক হাসানকে নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াডে যুক্ত করে। যদিও সবার আগে বিদায় নিশ্চিত করা দলটি ৯ ম্যাচ খেলে ফেললেও একাদশে জায়গা মেলেনি মুশফিকের। অন্যদিকে, খরুচে বোলিংয়ের পরও নিয়মিত খেলে যাচ্ছেন আবু জায়েদ রাহি।
যদিও চলমান বিপিএলের নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি রাহির প্রতি। নির্ধারিত সূচি অনুসারে সিলেট পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি পর্যন্ত। এরপর চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় সেখানকার ম্যাচগুলোও সিলেটে সরিয়ে নেওয়া হয়। সিলেটে প্রথম পর্ব শেষে নোয়াখালী দলে ভেড়ায় রাহিকে। এরপর ৩ ম্যাচেই তাকে নিয়মিত খেলিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
প্রথম ম্যাচে ১ ওভারে ১৭ রান দেওয়ার পর রাহিকে আর বোলিংয়ে আনা হয়নি। দ্বিতীয় ম্যাচেও একইভাবে ১ ওভারে ১৬ রান দেওয়ায় আর দেখা যায়নি রাহিকে। ডানহাতি এই বোলার তৃতীয় ম্যাচে করেন ৩ ওভার, যেখানে ১ উইকেট নিলেও খরচ করেছেন ৩১ রান। সবমিলিয়ে ৫ ওভার বল করে রাহি ৬৮ রান দিয়েছেন। এবারের বিপিএলে ন্যূনতম ৩০ বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ইকোনমি (১৩.৬০) তার।
যদিও কিছুদিন আগে ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে রাহি পেশাদার ক্রিকেট থেকে দ্রুততম সময়ে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি ২০২১ সালের পর আর জাতীয় দলে ডাক না পাওয়া ৩২ বছর বয়সী এই পেসারের আর সেরকম কোনো প্রত্যাশাও নেই। খেলতে চান বড়জোর ২-১ বছর। এর মাঝে বিপিএলে ডাক পেলেও বলার মতো কিছু করতে পারেননি রাহি।
অন্যদিকে, তরুণ পেসার মুশফিকের জন্য মন খারাপের বিপিএল একটা বলা চলে। জাতীয় দলের হয়ে দুইবার ডাক পেলেও ইনজুরির কারণে খেলতে পারেননি। সবশেষ এনসিএল টি-টোয়েন্টি খেলার মাঝেও পড়েছিলেন ইনজুরিতে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিরেছেন পুরো ফিট হয়ে। বিপিএল ঘিরে বড় স্বপ্নও হয়তো বুনেছিলেন। কিন্তু ১ ম্যাচ বাকি থাকা নোয়াখালীর জার্সিটা তার গায়ে তোলা হলো না।
ঠিক কী কারণে তরুণ এই পেসারকে নোয়াখালী এক্সপ্রেস খেলায়নি সেই ব্যাখা পাওয়া যায়নি। দলের এক কোচের কাছে জানতে চাওয়া হলেও বিস্তারিত কিছু বলেননি তিনি।
এএইচএস