বিশ্বকাপের আগে সাইফের অফফর্ম নিয়ে যা বললেন কোচ

চলামান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন সাইফ হাসান। সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ালেও এখনও পর্যন্ত টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। রান খরায় ভুগছেন এই টপ অর্ডার ব্যাটার। তাই সাইফকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ গোলাম মর্তুজা।
আজ রংপুরের বিপক্ষে হারের পর মর্তুজা বলেন, 'সাইফ হাসান আমাদের দেশের সম্পদ। সে যদি রান করত... আমাদের দলও ওইভাবে ওকে নিয়েছিল যে ও আমাদের ওরকম একটা পারফরম্যান্স দিবে। কিন্তু ও তো করতে পারেনি। তার জন্য আমরা দোয়া করি যেন বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলে।'
অনুশীলনে সাইফই ছিলেন সেরা ব্যাটারদের একজন এমনটাই মনে করেন মর্তুজা, 'আমরা যখন অনুশীলন করছি তখন বেশির ভাগ সময়ই কিন্তু তার সবকিছুই শতভাগ ভালো হচ্ছে। মানে কালকেও যখন আমরা নেট করছি সবথেকে ভালো ব্যাটিং করেছে সাইফ হাসান। শেষ কয়েকটা সিরিজে সে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশের হয়ে। কিন্তু আমাদের এই টুর্নামেন্টে সে আসলে সফল হতে পারছে না।'
উইকেট কি সাইফের ব্যর্থতার পেছনে বড় কারণ কি না? এমন প্রশ্নে ঢাকার কোচ বললেন, 'আজকের উইকেট খুব ভালো ছিল। আপনারা দেখছেন আজকের উইকেট কিন্তু অনেক ভালো ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার জন্য আরও ভালো ছিল। আমাদের পাওয়ার প্লেতে বেশ কয়েকটা উইকেট পড়ে গেছে তারপরেও আমরা ১৭১ রান করছি।'
বিশ্বকাপ সামনে রেখে সাইফের আত্মবিশ্বাস ফেরানোই এখন প্রধান লক্ষ্য বলে জানান মর্তুজা, 'আমরা আমাদের দল থেকে সাইফ হাসানকে যথেষ্ট পুশ করছি যে ও ফর্মে ফিরে আসুক, পারফর্ম করুক। আমাদের দল প্লে-অফে নাও যেতে পারে, কিন্তু আমরা চাচ্ছি যে সাইফ এখানে রান করে বিশ্বকাপে ভালো কিছু করুক আমাদের দেশের হয়ে। এটাই আমরা চেষ্টা করছি এবং টিম ম্যানেজমেন্ট থেকে সবাই আমরা ওই জিনিসটা তাকে আশ্বস্ত করছি এবং তাকে সবসময় আমরা আত্মবিশ্বাস দিচ্ছি।'
এসএইচ/এইচজেএস