বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে যা বললেন নাহিদ রানা

আজ ঢাকা ক্যাপিটালকে হারিয়ে বিপিএলের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আর এমন দিনে বল হাতে আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। সব মিলিয়ে ৪ ওভারে কোনো বাউন্ডারি না দিয়ে মাত্র ১১ রান খরচ করেন তিনি। তবে নিজের অর্জন বা সাফল্য নিয়ে উচ্ছ্বাস নেই নাহিদের। বরং দলের জয়ের অবদান রাখতে পারার আনন্দের কথাই জানালেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, 'প্রথমত, আলহামদুলিল্লাহ। বোলিংয়ে আসলে ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না, যখন আমি মাঠে নামি। তখন একটাই চিন্তা থাকে যে, আমি কেমনে আমার দলকে ম্যাচ জেতাব, ম্যাচ উইনিং পারফর্ম করব। তো দলের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি এটা সবচেয়ে খুশির বিষয়।'
কিপটে বোলিং করা প্রসঙ্গে নাহিদ আরো বলেন, 'বেশি রান দেওয়া, কম রান দেওয়া, এটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে আমি দলকে উইনিং পারফর্মটা কীভাবে দিতে পারছি। সেটা হতে পারে আমি প্রথম তিন ওভারে ৩০ রান দিয়েছি, শেষ ওভারে দুইটা উইকেট দুই রান দিয়ে।'
'যদি ধরেন তিন ওভারে ৪০ রান দিই, কিন্তু শেষ ওভারে ধরেন যদি ৭-৮ রান লাগে, সেখান থেকে আমি যদি জিততে পারি, ওটাতে আমি খুশি। কারণ আমি এখানে ব্যক্তিগত লক্ষ্য বলে কিছু দেখি না। আমি দেখি একটা জিনিসই যে, কেমনে আমি আমার দলকে উইনিং পারফর্ম দেব। এটা করতে পারলে আমার অনেক খুশি লাগে।'
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে নাহিদ রানা, 'আসলে দেখেন সিলেকশনের ব্যাপারটা আমার হাতে না। দ্বিতীয় আমার কাজ একটাই, কেমনে আমি পারফর্ম করব। আমি এই জিনিসটা করে যাচ্ছি এবং আমি জানি যে যেকোনো সময় সুযোগ আসবে। সুযোগ এলে তখন আমি প্রমাণ করব।'
'আমি তো এখন বিশ্বকাপ স্কোয়াডে নেই। তাই কখনও চিন্তা করি না যে আমি কেন নেই। ধরেন আমার যদি আমার ভেতরে স্কিল থাকে, যদি আমি যোগ্য হই অটোমেটিক আমি ওই জায়গাতে যাব। একদিন পরে হোক বা দশ দিন পরে- সেই জায়গায় পৌঁছাতে পারব, যদি আমার মধ্যে প্রতিভাটা থাকে।'
এসএইচ/এইচজেএস