ইসাখিলের সেঞ্চুরিতে নোয়াখালীর লড়াকু পুঁজি

প্রথম ১০ ওভারে দলীয় ফিফটিও করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। ইনিংসের অর্ধেক শেষ হলেও ২ উইকেট হারিয়ে তারা মাত্র ৪৭ রান তুলতে সক্ষম হয়। এরপর আর কোনো উইকেটই হারায়নি ইতোমধ্যে বিপিএলে বিদায় নিশ্চিত করা ফ্র্যাঞ্চাইজিটি। ঘুরে দাঁড়িয়ে তারা রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭৩ রানের লড়াকু পুঁজি গড়েছে। যেখানে প্রথম আফগানিস্তানি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন হাসান ইসাখিল।
১৫ ওভার পর্যন্ত ম্যাচটির দৃশ্যপট ছিল একরকম, যা ইনিংস শেষে বদলে গেছে। মূলত শেষ ৫ ওভারে ৭৫ রান তুলেছেন ইসাখিল ও হায়দার আলি মিলে। বিপিএলের অভিষেক আসর খেলতে নেমে আগেই নিজের সামর্থ্য দেখিয়েছেন মোহাম্মদ নবির ছেলে। অভিষেক ম্যাচেই হাসান ইসাখিল ৬০ বলে ৯২ রানের ইনিংস খেলেন। আজ (রোববার) তৃতীয় ম্যাচেই পেয়ে গেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

যদিও নোয়াখালীর শুরুটা ছিল ধীরগতির। রহমত আলি ৯ এবং জাকের আলি অনিক মাত্র ৩ রানে আউট হয়ে যান। ফলে ৭.৫ ওভারে মাত্র ৩৬ রান তুলতেই তারা ২ উইকেট হারায়। ইনিংসের বাকিটা সময় খেলেছেন ইসাখিল ও অধিনায়ক হায়দার আলি। ইসাখিল ৭২ বলে ৪টি চার ও ১১ ছক্কায় ১০৭ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া ৩২ বলে ৩ চার ও এক ছক্কায় ৪২ রান করেন হায়দার।

ইসাখিল প্রথম কোনো আফগান ব্যাটার হিসেবে এবং এবারের বিপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন। আসরের প্রথম সেঞ্চুরি করেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া তাওহীদ হৃদয় ৯৭, ইসাখিল ৯২ ও নাসির হোসেন ৯০ রান করেন।
রংপুরের পক্ষে একটি করে উইকেট শিকার করেছেন আলিস আল ইসলাম ও নাহিদ রানা।
এএইচএস