খুব তাড়াতাড়ি একজনকে অনেক ওপরে তোলেন, কেন বললেন হৃদয়

চলমান বিপিএলে ব্যাট হাতে দারুণ করছেন পারভেজ হোসেন ইমন। তবে খেলেছেন কয়েকটি পজিশনে, অন্যদিকে তানজিদ হাসান তামিম ধারাবাহিকভাবে হতে ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে, ওপেনিংয়ে ভালো করছেন তাওহীদ হৃদয়। আজও করেছেন সেঞ্চুরি, তবে বিপিএলে ভালো করলেও জাতীয় দলে ওপেনিংয়ে নামার ভাবনা নেই হৃদয়ের।
নোয়াখালীর বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে জানালেন, এতদিন ধরে খেলে আসা ওপেনারদের ওপরই আস্থা রাখা হোক। হৃদয় বলেন, ‘আমার কাছে মনে হয়, আপনারা খুব তাড়াতাড়ি একজনকে অনেক ওপরে তোলেন, আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামান। খেলোয়াড়দের দিক থেকে আমি অনুরোধ করব যে, আপনারাও একটু ধৈর্য ধরবেন। শেষ একটা বছর ওরা সবাই ভালো পারফর্ম করেছে।’
হৃদয় আরও বলেন, ‘‘জাতীয় দলে কী হবে, সেটা নিয়ে তো কিছু বলতে পারব না। ওখানে অনেক টপ অর্ডার ব্যাটসম্যান আছেন। তারা গত এক বছর ভালো খেলে এসেছেন। এই মুহূর্তে এই জায়গাটা আমার চিন্তাভাবনা না। দল কী চিন্তা করছে জানি না।’’
‘যারা এতদিন ভালো করে এসেছেন, তাদের ওপরে অবশ্যই বিশ্বাস রাখা উচিত। আমি চাই যে, তারা আমাদের দেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ।’’
হৃদয়কে বিশ্বকাপের জন্য লিটন মিডলঅর্ডারেই খেলার কথা বলা হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘না। লিটন ভাই এমন কোনো বার্তা আমাকে দেননি। আমাকে যেটা বলেছেন যে তুই বিশ্বকাপে তো মিডলেই খেলবি যদি সবকিছু ঠিক থাকে, ইনশাআল্লাহ। চেষ্টা কর মিডলে খেললে তোর জন্য ভালো একটা অনুশীলন হবে। কারণ মিডলে খেলাটা একটু অন্যরকম খেলা। মিডলের খেলা এতো সহজ না।’
এসএইচ/এমএমএম