ভাঙা হাত নিয়েও কি চ্যাম্পিয়নস লিগে খেলবেন ফডেন!

গত শনিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর কাছে ২-০ গোলে ডার্বিতে ম্যানসিটির হারের ম্যাচে চোট পান ফিল ফডেন। মাঠে অস্বাভাবিকভাবে পড়ে গেলে হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে তার হাতের হাড় ভাঙা ধরা পড়ে। এই অবস্থাতেও তাকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলতে নরওয়ের উত্তরে গেছেন পেপ গার্দিওলা। আজ (মঙ্গলবার) রাতে বোদো/গ্লিমটের মুখোমুখি হবে সিটি।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘তার হাড় ভেঙে গেছে। কিন্তু সে সুরক্ষা নিয়েছে। আগামীকালকের ম্যাচের জন্য সে ঠিক আছে।’
শেষ সাত ম্যাচে ওপেন প্লে থেকে কোনো গোল করেননি আর্লিং হালান্ড। গুঞ্জন উঠেছে, দেশে ফেরার এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। ক্লাব ও দেশের হয়ে এই মৌসুমে ৩৯ বার জাল খুঁজে পাওয়া স্ট্রাইকারকে নিয়ে গার্দিওলা বললেন, ‘সে আমাকে বলেছে, তার ঘুম খুব ভালো হয়েছে। মানে সে ফিট।’
ডার্বিতে পরাজয়ে সিটির প্রিমিয়ার লিগে জয়খরা বেড়ে দাঁড়িয়েছে চার ম্যাচে। আর্সেনাল সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। তবে ম্যানইউর কাছে হারের রেশ ধরে রাখতে চান না গার্দিওলা। তার মনোযোগ এখন শুধু ইউরোপে, ‘এখানে এসে আমরা ইউনাইটেডকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করিনি। আমরা উলভস ম্যাচের আগে এটা নিয়ে কথা বলব, এখন আমরা অন্য প্রতিযোগিতায়। আমাদের সুযোগ আছে সেরা আট নিশ্চিত করার। এটাই আমাদের মনোযোগী হওয়ার জন্য যথেষ্ট, অতীতে কী হয়েছে তা নয়।’
এফএইচএম/