শেষ বলে হারের পর নিদাহাস ট্রফির সেই ম্যাচের কথা মনে পড়েছে লিটনের

বিপিএলের প্রথম এলিমেনিটরের অবিশ্বাস্য জয় পেয়েছে সিলেট টাইটান্স। লো স্কোরিং ম্যাচেও থ্রিলারের কমতি ছিল না। মিরপুর শেরে-ই বাংলার মাঠে ইনিংসের শেষ বলে ক্রিস ওকস ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এমন ম্যাচ হারের পর স্বাভাবিকভাবে মন খারাপ রংপুরের ক্রিকেটারদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক লিটন দাসও জানালেন সে কথাই।
মূলত এমন ম্যাচ হারের পর লিটনের মনে পড়েছে ২০১৮ সালের কথা, 'শেষ বলে ছক্কা দেখে আমার নিদাহাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে। সেইম কাভারের ওপর দিয়ে ছয়। ঠিক আছে... এটাই ক্রিকেট, এভাবেই জীবন চলে। আপস এন্ড ডাউনস থাকবে। জিততে পারলে তো ভালো হতো। এখন পারি নাই, কিছু করার নাই।'
নিদাহাস ট্রফির স্মৃতি অবশ্য মনে পড়ে যাওয়াই স্বাভাবিক লিটনের। কারণ বাংলাদেশ-ভারতের সেই ম্যাচেও শেষ বলে ৫ রান ডিফেন্ড করতে গিয়ে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। দিনেশ কার্তিকের ছক্কার মারে স্বপ্নভঙ্গ হয় টিম টাইগার্সের।

এবারের বিপিএলের অন্যতম ফেভারিট হয়েও ফাইনাল খেলা হলো না রংপুরের। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে লিটন বলেন, 'দুই দিন আগে একজন মনে হয় প্রশ্ন করছিলেন কাগজে-কলমে আমরা অনেক ভালো দল। ক্রিকেট কাগজ-কলমের থেকে বেশি ২২ গজে আপনি কতটা দিতে পারছেন।'
'কাগজে-কলমে আমাদের ব্যাটিং-বোলিং ভালো, ফিল্ডিং খারাপ। ম্যাক্সিমাম ম্যাচেই ফিল্ডিং অনেকটা আমাদের ভুগিয়েছে। আজকের দিনেও দেখবেন আমরা অনেকগুলা এক্সট্রা রান দিয়েছি, আমাদের হাত থেকে রান নিয়ে নিয়েছে। তাই যখন লো স্কোর করবেন তখন আপনার ফিল্ডিং ইউনিটটা অনেক জরুরি।'
এসএইচ/এফআই