বাংলাদেশ দলে রাতারাতি পরিবর্তন চান না প্রিন্স

মাত্রই এক সিরিজের চুক্তি। তাতে কীই বা পরিবর্তন আনা যায়? বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স এ দায়িত্ব পেয়ে জানালেন, হাতে থাকা এই অল্প সময়ে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে বড় পরিবর্তন চান না তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে নিয়োগের বিষয়টি খোলাসা করেছে গত ২৬ জুন। সঙ্গে ঘোষণা এসেছে রঙ্গনা হেরাথের নিয়োগেরও। হেরাথকে যেখানে আনা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, সেখানে প্রিন্সের চুক্তিটা মাত্র এক সিরিজের।
একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ যাবে জিম্বাবুয়ে সফরে, সেখানে দলের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করবেন প্রিন্স। এর আগে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হাতে থাকা অল্প সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে বড় পরিবর্তন চান না তিনি।
তার কথা, ‘যেহেতু এটি এক মাসের স্বল্প মেয়াদী চুক্তি, যেহেতু হাতে সময় খুবই অল্প। এই পরিস্থিতিতে ব্যাটসম্যানদের কোন কিছুই পরিবর্তন করতে পারবেন না আপনি।’
তাহলে দলে তার ভূমিকাটা কী হবে? প্রিন্স জানালেন, ‘আমি আমার ভূমিকাটাকে যেমন দেখছি, তা হলো কোচ রাসেল ডমিঙ্গোকে সহায়তা করা। আর প্রতি ম্যাচের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে যা প্রয়োজন তাই করা।’
তিনি আরও যোগ করেন, ‘কৌশল ও পরিকল্পনা, বিশেষ করে ব্যাটিংয়ের পরিকল্পনা তো আছেই, তার পাশাপাশি যদি কারো সঙ্গে আলোচনা করে তাতে প্রভাব ফেলা যায় সে চেষ্টাটা থাকবে।’
অভিজ্ঞ ব্যাটসম্যান হলেও প্রিন্স কোচ হিসেবে খুব একটা অভিজ্ঞ নন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং কোচ আর স্বল্পমেয়াদে দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সে কারণেই হয়তো, চুক্তিটা বড় করেনি বিসিবি। আগে জিম্বাবুয়েতে দলের পারফর্ম্যান্স দেখার পক্ষে ছিল মত। সেখানে যদি প্রিন্সের কাজ মনোপুত হয়, তাহলে বড় পরিকল্পনার কথা ভাববে বিসিবি।
এনইউ