ইন্টারকে হারিয়ে টানা সপ্তম জয় আর্সেনালের

দীর্ঘদিন চোটে থাকার পর মাত্র কদিন হলো মাঠে ফিরেছেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার দিবাগত রাতে শুরুর একাদশে তাকে রাখেন কোচ মিকেল আরতেতা। আর প্রথম থেকেই মাঠে নামার সুযোগটা ভালোভাবেই কাজে লাগান ২৮ বছর বয়সী জেসুস। জোড়া গোল করে জিতিয়েছেন আর্সেনালকে।
সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মিলানকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে এটি আর্সেনালের টানা সপ্তম জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। প্রথম মিনিটেই ইন্টারের গোলবার বরাবর দুটি শট নেয় তারা। আর চতুর্থ মিনিটে নেয় প্রথম অনটার্গেট শট। কিন্তু বুকায়ো সাকার নেওয়া শট দক্ষতার সঙ্গে প্রতিহত করেন ইন্টারের গোলরক্ষক ইয়ান সমের। কিন্তু ১০তম মিনিটে দলকে আর রক্ষা করতে পারেননি তিনি। এ সময় আর্সেনালকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল জেসুস।
তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। ১৮তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিক ইন্টার মিলান। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন পেতার সুচিচ।
বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন জেসুস। বুকায়ো সাকার কর্নার থেকে লিয়ান্দ্রো ট্রসার্ডের হেড করা বল হেডে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে ২-১ গোল ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধেও ম্যাচ নিয়ন্ত্রণে রাখে আর্সেনাল। ৭৫তম মিনিটে জেসুসের বদলি হিসেবে নামা ভিক্টর গিওকারেস ৮৪তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ফলে ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে টানা সাত ম্যাচ জিতে সর্বোচ্চ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে আর্সেনাল। সমান ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে ইন্টার মিলান। এদিকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বায়ার্ন মিউনিখ।
এমএমএম/