কাবাডির মনির আর নেই

ক্রীড়াঙ্গনে আজ (বুধবার) সকালের শুরুটা দুঃসংবাদ দিয়ে। কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন আর নেই। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জানা গেল ক্রীড়া সাংবাদিক আবির রহমানও মা হারিয়েছেন।
কাবাডির অত্যন্ত পরিচিত মুখ মনির। কাবাডির যেকোনো অনুষ্ঠানে থাকত মনিরের সরব উপস্থিতি। অ্যাডহক কমিটিতে তিনি এবার কোষাধ্যক্ষ হয়েছেন। আকস্মিকভাবে গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। মাত্র ৫৪ বছর বয়সে দুনিয়া ত্যাগ করলেন কাবাডির এই নিবেদিতপ্রাণ।
মনির শুধু কাবাডি সংগঠকই ছিলেন না। ফুটবলেও ছিল তার সম্পৃক্ততা। তিনি এক সময় রেফারিং করতেন। পরবর্তীতে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কমিটিতেও ছিলেন। মনিরের আকস্মিক মৃত্যুতে ফুটবল ও কাবাডি অঙ্গনে চলছে শোক। কাবাডি ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে মনিরের প্রয়াণে। আজ সকালে মনিরের স্মৃতি বিজড়িত কাবাডি স্টেডিয়ামে হবে প্রথম জানাজা।
মনিরের স্ত্রী নাসরিন আক্তার বেবীও ক্রীড়া সংগঠক। নারী ফুটবল, কাবাডি, হ্যান্ডবল দল গঠনে ভূমিকা রাখেন। গত নারী ফুটবল লিগে নাসরিন স্পোর্টিং একাডেমি চ্যাম্পিয়ন হয়েছিল। মনির যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের ফুটবল দলের সঙ্গে যুক্ত ছিলেন।
এজেড/এএইচএস