‘ভেতরে কী চলছে জানি না, বিশ্বকাপ খেলতে চাই’

বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। বরং আইসিসির এই মেগা ইভেন্টে অংশ না নিতে পারারই শঙ্কা তৈরি হয়েছে। যা সমাধানে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে অভ্যন্তরীণ পরিসরে কী চলছে সেসব জানেন না বলে মন্তব্য করেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে আগ্রহী বলেও স্মরণ করিয়ে দিয়েছেন।
গতকাল (মঙ্গলবার) বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরেছে শান্ত’র নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। তবে লিগপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় তারা ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন, কোয়াবের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে ক্রিকেটাররা ভেতরের অনেক বিষয় না জানলেও সবসময়ই খেলতে আগ্রহী।
কোয়াব থেকে বিশ্বকাপ খেলা নিয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে শান্ত বলেন, ‘ওরকম কোনো সুযোগ হয়নি। আমরা যারা কোয়াবে আছি তারা খেলা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। পাশাপাশি সম্প্রতি একটা ঘটনা ঘটল, এটা নিয়েও আসলে খেলোয়াড়রা মাঝখানে একটু খেলা থেকে বের হয়ে গিয়েছিল। খুবই কঠিন সময় ছিল এটা।’
পরে বিশ্বকাপের গুরুত্ব তুলে ধরে এই তারকা ব্যাটার বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমরা সবসময় চাই ক্রিকেট খেলতে। আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে অবশ্যই, কেন নয়? কারণ এ ধরনের ইভেন্ট (টি-টোয়েন্টি বিশ্বকাপ) দুই বছর পরপর আসে। ৫০ ওভারের খেলা চার বছর পরপর আসে। তাই আমার মনে হয় যে এটা আমাদের জন্য সুযোগ. ওখানে ভালো ক্রিকেট খেলার।’
বিশ্বকাপকে শুধুই একটি টুর্নামেন্ট নয়, বরং নিজেকে প্রমাণের বড় সুযোগ হিসেবেও দেখেন শান্ত, ‘এখানে অনেক ইস্যু আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে শতভাগ জানি না। কিন্তু আমি বিশ্বাস করি যে এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে আমাদের যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বিশ্বকাপে খেলোয়াড়রা যদি যেতে পারে অবশ্যই ভালো হবে।'
ভারতের নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। সে কারণে আইসিসিকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কা আয়োজনের অনুরোধ করেছিল বিসিবি। এ ছাড়া গ্রুপ বদলানোরও আলোচনা উঠেছে। তবে এখনও কিছুই নিশ্চিত নয়। ভেতরে ঠিক কী চলছে–এই প্রশ্নে শান্ত’র উত্তর, ‘ভেতরে আসলে কী হচ্ছে, না হচ্ছে এ বিষয়ে আমি যেহেতু জানি না মন্তব্য করাটা আমার জন্য কঠিন। তবে খেলোয়াড় হিসেবে তো অবশ্যই আমরা খেলতে চাই।’
এসএইচ/এএইচএস