মিরাজের বিপক্ষে মাঠে নামার আগে শান্তর দলে উইলিয়ামসন

প্রথম কোয়ালিফায়ারে হারের পর এবার দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্তর কাছের বন্ধু মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্স হলো প্রতিপক্ষ। আর এই ম্যাচের আগেই শান্তর দল রাজশাহীতে যোগ দিলেন কিউই তারকা উইলিয়ামসন।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছান তিনি।
গতকাল চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে উইলিয়ামসনের দলে যোগ দেওয়ার বিষয়ে কথা বলেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ। আমি আশা করি যে কালকে উইলিয়ামসন আমাদের দলে যোগ দেবে।’
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ারে উঠেছিল রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে জিতে পারেননি শান্তরা। হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বন্ধুর মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে শান্তর রাজশাহী।
গতকাল আগের একটি প্রীতি ম্যাচের কথা স্মরণ করে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘কোয়াবের ম্যাচটা বাদ দেন না। ওটা তো ফান ছিল। আমার মনে হয় যে, ওই পুরা বিষয়টাই ফান ছিল। কালকে একটা ভালো ম্যাচ হবে এবং সিলেট ভালো ক্রিকেট খেলেছে। অবশ্যই আমরা পুরা টুর্নামেন্টে যেভাবে খেলছি... যে দল কালকে ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে।’
এসএইচ/এমএমএম