শেখ মেহেদীর সঙ্গে সাকিবের তুলনা নিয়ে যা বললেন বাশার

চলমান বিপিএলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। আর দলটির ফাইনাল নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মেহেদীর অধিনায়কত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তার মতে, পুরো টুর্নামেন্ট জুড়েই শেখ মেহেদী ছিলেন একজন পরিণত নেতা।
শেখ মেহেদীর নেতৃত্ব নিয়ে বাশার বলেন, ‘ব্রিলিয়ান্ট! খুব ভালো করছে। স্পেশালি তার বোলিং পরিবর্তনগুলো অসাধারণ। কখন কাকে ব্যবহার করতে হয়, আর কখন অপশন প্ল্যান বি-তে যেতে হয়, সেটাও খুব ভালোভাবে কার্যকর করেছে। দলটাকে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে বড় জিনিস যে যখন চাপের মুহূর্ত এসেছে, তখন মাথাটা খুব ঠান্ডা রেখেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ মেহেদীকে ‘গরিবের সাকিব আল হাসান’ বলেও তুলনা করা হয় মাঝে মাঝে। এমনকি ক্রিকেটার ইরফান শুক্কুরও সাকিবকে গরিবের সাকিব আল হাসান বলেছেন। এ প্রসঙ্গে স্পষ্ট বলেছেন হাবিবুল বাশার। তিনি মনে করেন, এ ধরনের তুলনা মোটেও ঠিক নয়।
বাশার বলেন, ‘না, ‘গরিব’ কথাটা আসলে বলাটা উচিত না। আমার মনে হয় যে, শেখ মেহেদীর কারও সঙ্গে তুলনা করা উচিত না। শেখ মেহেদী শেখ মেহেদীই, আর সাকিব আল হাসান সাকিব আল হাসানই। শেখ মেহেদী তার জায়গা থেকে যেটা করছেন, আমরা সেটাতেই সন্তুষ্ট।’
এসএইচ/এমএমএম