ছেলের অভিযোগের পর যা বললেন ডেভিড বেকহ্যাম

ফুটবলবিশ্বের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম এবং তার বড় ছেলে ব্রুকলিনের মধ্যকার পারিবারিক কলহ এখন আলোচনার তুঙ্গে। মা-বাবার বিরুদ্ধে ব্রুকলিনের ছয় পৃষ্ঠার এক দীর্ঘ ও বিস্ফোরক বিবৃতির পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন বেকহ্যাম। সন্তানরা ভুল করতেই পারে বলে জানান তিনি।
মঙ্গলবার সিএনবিসির এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বেকহ্যাম বলেন, সন্তানদের শেখার প্রক্রিয়ায় ভুল করাটা স্বাভাবিক। ইউনিসেফের হয়ে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শিশুদের সচেতন ও শিক্ষিত করে তুলতে তিনি যেমন চেষ্টা করেছেন, তেমনি নিজের সন্তানদের ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি রেখেছেন।
বেকহ্যাম বলেন, ‘তারা ভুল করবে। সেটাই শেখার পথ।’
এর আগে ইনস্টাগ্রামে ছয়টি স্টোরিতে দীর্ঘ বক্তব্য দেন ব্রুকলিন বেকহ্যাম। সেখানে তিনি অভিযোগ করেন, বাবা ডেভিড ও মা ভিক্টোরিয়া বেকহ্যাম দীর্ঘদিন ধরে তাকে ‘নিয়ন্ত্রণ’ করে আসছেন। একই সঙ্গে পরিবারটির সঙ্গে আপাতত কোনো ধরনের সম্পর্ক ঠিক করার সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।
ব্রুকলিন লেখেন, “আমি পরিবারের সঙ্গে মীমাংসা চাই না। আমি নিয়ন্ত্রিত হচ্ছি না, বরং জীবনে প্রথমবার নিজের জন্য দাঁড়াচ্ছি।”
তিনি আরও অভিযোগ করেন, পরিবারটি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম পারিবারিক ছবি তুলে ধরেছে।
তবে এসব গুরুতর অভিযোগের বিষয়ে ডেভিড বেকহ্যাম বা ভিক্টোরিয়া বেকহ্যাম সরাসরি কোনো মন্তব্য করেননি।
এমএমএম/