স্বস্তির জয়ে শীর্ষ চারে লিভারপুল ও ১০ জনের বায়ার্ন

লিভারপুলের সময়টা একের পর এক হোঁচট হজমের, অধারাবাহিক পারফরম্যান্সে নাজুক ইংলিশ চ্যাম্পিয়নরা। কঠিন এই সময়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেমে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে আর্নে স্লটের দলটি। একই রাতে বায়ার্ন মিউনিখ সহজ জয় পেয়েছে ইউনিয়ন সেন্ট জিলোয়ার বিপক্ষে। ২-০ গোলে বাভারিয়ানরা এবং লিভারপুল ৩-০ গোলের জয়ে শীর্ষ আটে থাকাও নিশ্চিত করেছে।
লিভারপুল ৩ : ০ অলিম্পিক মার্সেই
ফরাসি ক্লাব মার্সেইয়ের মাঠে গতকাল (বুধবার) দিবাগত রাতে অবশ্য কঠিন লড়াইয়ে পড়তে হয়েছে অলরেডদের। বল পজেশনে পিছিয়ে (৪৩ শতাংশ) পিছিয়ে থেকে ১২ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। বিপরীতে মার্সেই বল দখলে এগিয়ে থাকলেও গোল করতে পারেনি। গোলের জন্য তাদের নেওয়া ১৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অলরেডদের পক্ষে একটি করে গোল করেন ডমিনিক সোবোজলাই ও কোডি গাকপো। উপহার হিসেবে ছিল মার্সেইয়ের জেরোনিমো রুলির আত্মঘাতী গোল।
ম্যাচে ১৯তম মিনিটে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চার মিনিট পর হুগো একিতিকে বল জালে জড়ালেও তা কাটা পড়ে অফসাইডের কারণে। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ইনজুরি টাইমে দারুণ এক নিচু ফ্রি-কিকে লিভারপুলকে লিড এনে দেন সোবোজলাই। ৭২ মিনিটে ইয়েরেমি ফ্রিমপং সতীর্থকে বল বাড়াতে গেলে মার্সেইয়ের গোলরক্ষক রুলির পায়ে লেগে বল গোললাইন অতিক্রম করে।
এই ম্যাচ দিয়ে লিভারপুলের জার্সিতে ফেরেন আফ্রিকান কাপ অব নেশন্সে খেলে আসা মোহামেদ সালাহ। মিশরীয় এই তারকা ৮৩তম মিনিটে গোলরক্ষককে এক পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান গাকপো। ৩-০ ব্যবধানের বড় জয়ের লিভারপুল সাত ম্যাচে ১৫ পয়েন্ট চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের চারে উঠেছে। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ ড্র করলেও, তারা ইউসিএলে টানা দ্বিতীয় জয় পেল।
বায়ার্ন মিউনিখ ২ : ০ ইউনিয়ন সেন্ট জিলোয়া
বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্বাভাবিকভাবেই সেন্ট জিলোয়া তেমন পাত্তা পায়নি। ভিনসেন্ট কোম্পানির দল ৭০ শতাংশ পজেশন রেখে ১৪টি শট নেয়, লক্ষ্যে ছিল ৩টি। অবশ্য ম্যাচের প্রায় শেষ ৩০ মিনিট ১০ জন নিয়ে খেলেছে বায়ার্ন। তাতে অবশ্য তাদের খুব একটা বেগ পেতে হয়নি। ম্যাচের ৫২ মিনিটে মাইকেল ওলিসের কর্নারে হ্যারি কেইন হেডে দলকে এগিয়ে নেন। দুই মিনিট পর তাকে ডি-বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন। কেইন স্পট কিকে সফল লক্ষ্যভেদ করেছেন, এ নিয়ে চলমান চ্যাম্পিয়ন্স লিগে এটি তার সপ্তম গোল।
বেলজিয়ান ক্লাবটিকে হারিয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল বায়ার্ন মিউনিখ। ইংলিশ জায়ান্ট আর্সেনাল ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে। সমান ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল যথাক্রমে তিন-চারে।
এএইচএস