গোটা দেশের স্বপ্ন বিশ্বকাপে খেলা, ক্রিকেট সবকিছুর ঊর্ধ্বে : বিজয়

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। ফলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল তারা। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও শেষ পর্যন্ত ভারতেই খেলার কথা জানায় আইসিসি। গতকালের সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে তারা।
ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি না সেই সিদ্ধান্ত আজই আইসিসিকে জানাতে হবে বিসিবির। এই সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবেন। এরপর সরকারের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।
ভারতে গিয়ে খেলার পক্ষে-বিপক্ষে অনেকেরই মত আছে। জাতীয় দলে খেলা এনামুল হক বিজয় এক ফেসবুক পোস্টে বিশ্বকাপ খেলার পক্ষে মত দিয়েছেন। তার মতে, খেলাকে সবকিছুর উর্ধ্বে রাখা উচিত।
বিজয় লিখেছেন, 'একটি বিশ্বকাপে খেলা পুরো দেশের স্বপ্ন, একজন ক্রিকেটারের স্বপ্নই থাকে বিশ্বকাপে খেলা, পরবর্তী প্রজন্মের স্বপ্ন বিশ্বকাপে খেলা। খেলা-ধূলা সবকিছুর উর্ধ্বে।'
গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে।
এই আলচনায় অংশ নেওয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি না এই সিদ্ধান্ত নিতে একদিন সময় পেয়েছে বিসিবি।
এইচজেএস