বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো দক্ষিণ আফ্রিকা

ইনজুরির কারণে শেষ পর্যন্ত পরিবর্তন আনতে হলো দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরার জায়গায় দলে যোগ দিলেন ট্রিস্টান স্টাবস ও রায়ান রিকেলটন।
ডিসেম্বরে ভারতে খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে পারেননি ডি জর্জি। অন্যদিকে এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ফেরেইরা। এই দুজনই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন।
এদিকে ফিটনেস দুশ্চিন্তা বাড়াচ্ছেন ডেভিড মিলার। অ্যাডাক্টর ইনজুরির কারণে তিনি চলমান এসএ টি-টোয়েন্টির এলিমিনেটর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না। বিশ্বকাপে তার খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার ওপর। এছাড়া লুঙ্গি এনগিদি ও ডেওয়াল্ড ব্রেভিসের চোটও পর্যবেক্ষণে রয়েছে।
ডি জর্জির বদলে তিন নম্বরে ব্যাটিং বিকল্প খুঁজছিল টিম ম্যানেজমেন্ট। রেজা হেনড্রিকস আলোচনায় থাকলেও দুর্দান্ত ফর্মে থাকা রিকেলটনকেই বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চলতি টুর্নামেন্টে ৩৩৭ রান করেছেন তিনি। গড় ৪২.১২। স্ট্রাইক রেট ১৫৬.০১।
এদিকে রূপান্তর নীতি পূরণ না হওয়া নিয়েও সমালোচনার মুখে সিএসএ। তবে বোর্ড জানিয়েছে, দল নির্বাচনে সরকারের কোনো চাপ ছিল না। নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ ও স্বতন্ত্র।
আইসিসির নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত যেকোনো কারণে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। এরপর পরিবর্তনের জন্য প্রয়োজন হবে আইসিসির অনুমোদন।
এমএমএম/