বিপিএল ফাইনাল দেখতে মিরপুরে সমর্থকদের ঢল

বিপিএলের ফাইনাল শুরু হতে এখনও ঘণ্টা দুয়েকের বেশি সময় বাকি। এরই মধ্য লোকে লোকারণ্য হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকা। পছন্দের দলকে সমর্থন জানাতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ক্রিকেটপ্রেমীরা।
ফাইনালের টিকিট আগেই বিক্রি শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। অনেক সমর্থকের হাতে কাঙ্ক্ষিত ‘সোনার হরিণ’ টিকিট থাকলেও কেউ আবার এখনও সংগ্রহ করতে পারেননি। তবুও ছুটে এসেছেন। শেষ মুহূর্তে স্টেডিয়াম এলাকা থেকে পেয়ে যাবেন এই আশায়।

এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় মোহাম্মদ মনছুর নামের এক সমর্থকের। রাজশাহী ওয়ারিয়র্সের এ সমর্থক এখনও টিকিট পাননি। তিনি বলছিলেন, কিছুটা বেশি দামে হলেও হয়তো পেয়ে যাবেন। যেভাবেই হোক আজকের ম্যাচটা মিস করতে চান না। একই রকম পরিস্থিতি আরও অনেকেরই।
স্টেডিয়াম এলাকায় ঘুরে রাজশাহীর সমর্থকদেরই বেশি দেখা মিলল। সে তুলনায় চট্টগ্রাম রয়্যালসের দর্শক হাতেগোনা। দলবদ্ধ ভাবে ‘রাজশাহী রাজশাহী’ স্লোগান তুলে স্টেডিয়াম অভিমুখে আসতেও দেখা গেছে অনেককে।
এফআই/এমএমএম