বিপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তামিম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফাইনালের আগে পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেননি তানজিদ হাসান তামিম। তবে নিজের সেরাটা যেন ফাইনালের জন্য তুলে রেখেছিলেন এই ওপেনার। শিরোপা নির্ধারণী ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান করেছে রাজশাহী। যেখানে সবচেয়ে বড় অবদান তানজিদ তামিমের। তিনি একাই করেছেন ১০০ রান। ৬২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও সাতটি ছয়ে সাজানো।
বিপিএলের এবারের আসরে এটা চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।
বিপিএলের সব আসর মিলিয়ে এটি তানজিদ তামিমের তৃতীয় সেঞ্চুরি। এই টুর্নামেন্টে ৩৯ ম্যাচ খেলেই তিনবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন এই ওপেনার। বাংলাদেশি হিসেবে বিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন তিনি।
দুটি করে সেঞ্চুরি আছে তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালের। তাদের সবাই তানজিদ তামিমের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।
এইচজেএস