‘বিপিএলের শিরোপা রাজশাহীর ক্রিকেট উন্নতিতে সাহায্য করবে'

রাজশাহীতে আমাদের অনেক সমর্থক আছে। পুরো বিপিএলে তারা আমাদের সমর্থন করেছে। আমরা তাদের কাপটা এনে দিতে পেরেছি, এটা গর্বের বিষয়। এই (বিপিএল) জয়টা রাজশাহীর ক্রিকেটকে অনেক দূরে আগাতে সাহায্য করবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স দলটির খেলোয়াড়রা ছাদখোলা বাসে রাজশাহী শহরটি পদক্ষিণ করেন।
শান্ত জানান, রাজশাহীর হয়ে প্রথম বছর বিপিএল খেলা এবং ট্রফি জয়, এটা বাড়তি আনন্দের বিষয়। এখানকার স্থানীয় ছেলে হিসেবে প্রথমবার রাজশাহীর হয়ে খেলতে পেরে এবং কাপ জিততে পেরে খুবই ভালো লাগছে।
বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে শান্ত জানান, বিশ্বকাপ ক্রিকেট খেলতে না পারা প্রতিটি ক্রিকেটারের জন্য হতাশার। আমরা সবসময়ই ক্রিকেট খেলতে চাই। কিন্তু এখানে বিসিবি আছে এবং যারা দায়িত্বে আছেন তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটার পূর্ণ সম্মান জানায়।
তিনি আরও বলেন, রাজশাহীতে ফ্যান বলেন কিংবা ক্রিকেটার- সবাই ক্রিকেটকে নিয়ে অনেক আনন্দ করে, উল্লাস করে। কেউ একজন বলছিলেন এখান (রাজশাহী) থেকে অনেক বড় বড় ক্রিকেটার অতীতে এসেছেন। এখনও খেলছেন। এটা আমাদের জন্য গর্বের একটা বিষয়। একজন খেলোয়াড় হিসেবে এটা আমাদের ইমোশনের জায়গা।
রাজশাহীর ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীতে আর আগের মতো টুর্নামেন্ট হয় না। রাজশাহীর দায়িত্বে যারা আছেন, তাদের টুর্নামেন্টগুলোর আগের মত আয়োজন করার আহ্বান জানাই। ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি করে দেন। এর মাধ্যমে রাজশাহীতে বড় বড় ক্রিকেটাররা বের হবে।
এমএমএম