নাটকীয়ভাবে সুযোগ পেয়েই স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সপ্তাহ আগে সৌভাগ্যবশত সুযোগ পাওয়া স্কটল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করল। ১৫ জনের দলে নাম লিখে আলোচনায় জয়নুল্লাহ ইহসান। প্রথমবার আন্তর্জাতিক ডাক পেয়েছেন এই আফগান ফাস্ট বোলার।
গত মাসে নিয়োগপ্রাপ্ত নতুন কোচ ওয়েন ডাউকিন্সের অধীনে স্কটল্যান্ডের নেতৃত্ব দেবেন রিচি বেরিংটন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ সালের বিশ্বকাপে খেলা ১১ জন ক্রিকেটার আছেন এই দলে। টম ব্রুস, ফিনলে ম্যাকক্রিথ ও অলিভার ডেভিডসন প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায়। গত বছর থেকে স্কটল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াডে আছেন তারা।
বাছাইপর্ব উতরাতে না পারলেও বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে স্কটল্যান্ড খেলার সুযোগ পাচ্ছে। ভারতের বাইরে বিশ্বকাপ ম্যাচ খেলার দাবিতে অনড় অবস্থানে থাকায় আইসিসি বাংলাদেশকে বাদ দেওয়ার পর স্কটিশদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তুতির ঘাটতি থাকলেও স্কটল্যান্ড দ্রুত নিজেদের দল ঘোষণা করল। দলে দুজন ট্র্যাভেলিং রিজার্ভ জ্যাস্পার ডেভিডসন ও জ্যাক জার্ভিস। তিন জন নন ট্র্যাভেলিং রিজার্ভও ঘোষণা করেছে তারা।
খেলোয়াড় ও স্টাফদের ভিসার অনুমোদন সাপেক্ষে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত হবে। তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায়।
স্কোয়াড: রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্রাডলি কুরি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জয়নুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্রাডলি হুইল।
ট্র্যাভেলিং রিজার্ভ: জ্যাস্পার ডেভিডসন, জ্যাক জার্ভিস।
নন-ট্র্যাভেলিং রিজার্ভ: ম্যাককেঞ্জি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার।
এফএইচএম/