ক্রিকেটারদের নেই প্রস্তুতি, বিশ্বকাপের জার্সি নিয়েও সংশয়ে স্কটল্যান্ড

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তি জানায় বাংলাদেশ। বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্ত নেয় আইসিসি।
আসর শুরুর সপ্তাহ দুয়েক আগে স্কটল্যান্ড জানতে পারে যে, তারা বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে। শেষ মুহূর্তে এসে বিশ্বকাপে যোগ দেওয়ায় তাদের প্রস্তুতিতে ব্যাপক ঘাটতি থাকছে। অল্প সময়ে নিজেদের প্রস্তুত করতে রীতিমতো ঘুম হারাম বোর্ড কর্তাদের!
ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের বক্তব্যে প্রস্তুতির ব্যাপারটি সামনে এসেছে। বিশ্বকাপে খেলার কথা না থাকায় দলের স্পনসরের ব্যবস্থা করা হয়নি। যা একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং এর সঙ্গে আয়ের বড় একটি অংশ জড়িত।
বিশ্বকাপের জন্য জার্সিও তৈরি করা হয়নি তাদের। প্রস্তুতি নিয়ে লিন্ডব্লেড বলেছেন, 'এত কম সময়ের মধ্যে বিশ্বকাপের জার্সি হাতে পেলে, সেটা বাড়তি পাওনা হবে। না হলে সারা বছর যে জার্সি পরে খেলে, সেটা পরেই বিশ্বকাপ খেলবে ক্রিকেটারেরা। স্পনসর পাওয়া যাবে কি না জানি না। হাতে দিন সাতেক সময় রয়েছে। দেখা যাক কী করা যায়।'
'ক্রিকেট স্কটল্যান্ডের দলটা খুব বড় নয়। ৩০ জনের কিছু বেশি। কোচ, ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবাই মিলে এই সংখ্যাটা। এক সঙ্গে দুটো দল বিদেশ সফরে গেলে আমাদের কাজের চাপ বেড়ে যায়। এই মূহূর্তে আমাদের একটা দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলছে। আমাদের নারী দল নেপাল সফরে গিয়েছে। ওদের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। মেয়েরাও টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের চেষ্টা করছে। এখন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলব।'-যোগ করেন তিনি।
এইচজেএস